‘যখন এবিও বলে সাকিবকে সামলানো কঠিন, তখন আসলেই কঠিন’
ওভারের সবগুলো বল পিচ করে বেরিয়ে যাচ্ছিল। এই বলটি পিচ করে অনেকটা ঘুরে আঘাত হানে স্টাম্পে। মায়াবী এক ড্রিফটে ধোঁকা খেয়ে ব্যাটসম্যান দিমুথ করুনারত্নে একটু পা বাড়িয়ে মিস করেন লাইন। ঢাকা টেস্টের বৃষ্টিবিঘ্নিত সাদামাটা দিনে সাকিব আল হাসানের বলটি হয়ে থাকে যেন দিনের উজ্জ্বল হাইলাইট। দারুণ বল করে পরে আরেকটি উইকেট নিয়েছেন তিনি।
এখন পর্যন্ত পুরো ইনিংসে সাকিব যা বল করেছেন তাতে মুগ্ধ পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। দিনশেষে কথা বলতে এসে সাকিবের প্রশংসায় এবিডি ভিলিয়ার্সের প্রসঙ্গও টানলেন এই প্রোটিয়া কোচ।
বৃষ্টিবিঘ্নিত ঢাকা টেস্টের তৃতীয় দিনে বাংলাদেশের বলার মতো পারফরম্যান্স বলতে সাকিব আর ইবাদত হোসেনের বোলিং। শ্রীলঙ্কার ৫ উইকেটে ২৮২ রানে ৫৯ রানে ৩ উইকেট নিয়ে সাকিবই বাংলাদেশের সেরা। আগের দিন দারুণ এক আর্ম বলে কাবু করেছিলেন কুশল মেন্ডিসকে। এদিন করুনারত্নেকে ড্রিফটে শিকার ধরার পর দিনের শেষভাগে নেন ফিফটি করা ধনঞ্জয়া ডি সিলভার উইকেট।
পুরো দিনে উইকেট নেওয়ার পরিস্থিতি তৈরি করার পাশাপাশি রান আটকেও চাপ তৈরি করে গেছেন তিনি। ক্ল্যাসিক্যাল বাঁহাতি স্পিনের ঝলক দেখিয়ে আলো কেড়েছেন।
পেস বোলিং কোচ হলেও দিন শেষে দলের হয়ে কথা বলতে আসা ডোনাল্ডের কাছে সাকিবের বোলিং নিয়ে প্রশ্ন যায়। তাতে প্রাণখোলা এক ব্যাখ্যায় সাকিবকে উঁচু মুকুট পরিয়েছেন প্রোটিয়া কোচ, 'এরকম একজনকে আপনি কি শেখাবেন, সে শেন ওয়ার্নের মতো, এত অভিজ্ঞ। এত সফর করেছে। আমি তাকে ও হেরাথকে জানি যারা খুব নিবিড়ে বসে স্পিন নিয়েআলাপ করে। সাকিব যখন তার জগতের স্পিন বোলিং নিয়ে কথা বলে এটা শোনার জন্য দারুণ। আমি সাকিবের বিশাল ভক্ত। যখন এবি (এবিডি ভিলিয়ার্স) বলে সাকিবকে কাবু করা কঠিন, তখন বুঝতে হবে সেটা আসলেই কঠিন।'
'সে খুবই চতুর ক্রিকেটার। সে তার বলের গতি বদল করে খুব চতুরভাবে। সে আবারও দেখিয়েছে (ঝলক)। আশা করছি কাল সে পাঁচ উইকেট পুরো করবে। তাকে পাওয়া দলের জন্য দারুণ। তার অভিজ্ঞতা, নেতৃত্ব অমূল্য।'
দ্বিতীয় টেস্টে এখন যা পরিস্থিতি তাতে কোন দলকেই স্পষ্ট এগিয়ে রাখা যাচ্ছে না। বাংলাদেশের ৩৬৫ রানের জবাবে ৫ উইকেট হাতে রেখে ৮৩ রান পিছিয়ে সফরকারীরা। চতুর্থ দিন শুরুতে সাকিব নিজের সেরাটা মেলে ধরলে ম্যাচ হেলে আসতে পারে বাংলাদেশের দিকেও।
Comments