কাজী নজরুল ইসলামের ৩ ছোটগল্পের নাটক টেলিভিশনে
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী উপলক্ষে তার ছোটগল্প অবলম্বনে নির্মিত ৩টি নাটক আজ বুধবার টেলিভিশনে প্রচার করা হবে।
নজরুল জন্মজয়ন্তীতে বাংলাদেশ টেলিভিশনে আজ রাত ৯টায় প্রচারিত হবে 'শিউলিমালা' বইয়ের ছোটগল্প 'অগ্নিগিরি' নিয়ে নাটক। যার নাট্যরূপ দিয়েছেন আবুল হায়াত এবং প্রযোজনা ও পরিচালনায় নূর আনোয়ার রনজু। নাটকটিতে নসীব মিঞা, সবুর ও নূরজাহান চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশীদ, ইমতিয়াজ বর্ষণ ও জেসমিন আরা। আরও অভিনয় করেছেন মিলি মুনশী, আনোয়ার শাহী, নাজিম উদ্দিন প্রমুখ।
রাত ৮টায় আরটিভিতে প্রচারিত হবে কাজী নজরুল ইসলামের নাটক 'বনের পাপিয়া'। নাটকটির চিত্রনাট্য রচনা করেছেন শ্রাবণী ফেরদৌস এবং পরিচালনা করেছেন শুভ্র খান ও শ্রাবণী ফেরদৌস। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, সানজিদা প্রীতি, খায়রুল টিপু, তৃষ্ণা সরকার, রাসেল রাজ, মাধবী লতা, জাকিয়াসহ অনেকেই।
রাত ৯টায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে বিশেষ নাটক 'কালো হরিণ চোখ'। কাজী নজরুল ইসলামের 'বাদল বরিষণে' গল্প অবলম্বনে নাটকটির চিত্রনাট্য করেছেন বিষ্ণু ঈয়াস। পরিচালনা করেছেন সীমান্ত সজল। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান, মৌসুমী হামিদ, জয় রাজ, ডা. আমিন, সান্তনা সাদিকা, অধরা প্রিয়াসহ আরও অনেকে।
Comments