অস্ট্রেলিয়ার পার্লামেন্টে এশিয়ান বংশোদ্ভূত প্রতিনিধি এবার বেড়ে ৬ জন

গত ২১ মে অনুষ্ঠিত অস্ট্রেলিয়ার ফেডারেল নির্বাচনের পর এশিয়ান বংশোদ্ভূত অন্তত ৬ জন সদস্য থাকবেন পার্লামেন্টে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই মনে করছেন যে অস্ট্রেলিয়ার রাজনীতিতে এশিয়ানরা এখনো নিউজিল্যান্ড ও কানাডার মতো অন্যান্য গণতান্ত্রিক দেশ থেকে পিছিয়ে আছে।
অস্ট্রেলিয়ার পার্লামেন্টে এশিয়ান বংশোদ্ভূত বিজয়ী ৬ সংসদ সদস্য। ছবি: সংগৃহীত

গত ২১ মে অনুষ্ঠিত অস্ট্রেলিয়ার ফেডারেল নির্বাচনের পর এশিয়ান বংশোদ্ভূত অন্তত ৬ জন সদস্য থাকবেন পার্লামেন্টে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই মনে করছেন যে অস্ট্রেলিয়ার রাজনীতিতে এশিয়ানরা এখনো নিউজিল্যান্ড ও কানাডার মতো অন্যান্য গণতান্ত্রিক দেশ থেকে পিছিয়ে আছে।

আগের মেয়াদে প্রতিনিধি পরিষদের ১৫১টি আসনের মধ্যে শুধু ৩টি এশিয়ান বংশোদ্ভূত সংসদ সদস্যদের দখলে ছিল। তাদের মধ্যে কেউ বাংলাদেশি ছিলেন না। এই ৩ জন ছিলেন মেলবোর্নের চিশলমে গ্ল্যাডিস লিউ, পার্থের মুরে ইয়ান গুডেনাফ এবং সিডনির ওয়েন্টওয়ার্থে ডেভ শর্মা।

এবারের নির্বাচনের পর এশিয়ান ফেডারেল সদস্যের সংখ্যা দ্বিগুণ হয়েছে। ২১ মে নির্বাচনে এশিয়ান বংশোদ্ভূত ৬ জন প্রার্থী জয়লাভ করেছেন।

এশিয়ান অস্ট্রেলিয়ান অ্যালায়েন্সের প্রতিষ্ঠাতা এবং লেবার পার্টির সাবেক সদস্য এরিন চিউ এসবিএস নিউজকে বলেন, 'এটি একটি উল্লেখযোগ্য মাইলফলক, তবে যথেষ্ট নয়। সুসংবাদটি হল যে এশিয়ান অস্ট্রেলিয়ানদের সংখ্যা দ্বিগুণ হয়েছে যারা সংসদে প্রবেশ করবেন। তবে এটিকে সর্বোচ্চ হিসেবে বিবেচনা করা উচিত নয়।'

২০১৬ সালের আদমশুমারি অনুযায়ী, অস্ট্রেলিয়ার জনসংখ্যার ১৬ শতাংশেরও বেশি এশিয়ান বংশোদ্ভূত।

এর মধ্যে মাত্র ৬ জন সংসদ সদস্য ১৫১ আসনবিশিষ্ট নিম্নকক্ষের মাত্র ৪ শতাংশেরও কম প্রতিনিধিত্ব করেন।

নিউজিল্যান্ডের ৫ শতাংশের বেশি সংসদ সদস্য এবং কানাডার ১০ জনের মধ্যে একজনের বেশি সংসদ সদস্য এশিয়ান বংশোদ্ভূত।

এবারের নির্বাচনে অস্ট্রেলিয়ার লিবারেল পার্টিতে এশিয়ান পটভূমির ২০ জন প্রার্থী ছিলেন। তাদের মধ্যে ২ জন ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত। ২০ জনের কেউ জয় লাভ করতে পারেননি। লেবার পার্টির ছিলেন ৯ জন।  তাদের মধ্যে ৬ জন জয়লাভ করেছেন।

আকিদুল ইসলাম: অস্ট্রেলিয়া প্রবাসী লেখক, সাংবাদিক

Comments

The Daily Star  | English
Bangladeshi-Americans eager to help build new Bangladesh

July uprising and some thoughts of Bangladeshi-Americans

NRBs gathered in New Jersey showed eagerness to assist in the journey of the new Bangladesh forward.

3h ago