নিরাপত্তা বাহিনীকে পার্লামেন্ট রক্ষার নির্দেশ রনিল বিক্রমাসিংহের
শ্রীলঙ্কার নিরাপত্তা বাহিনীকে দেশটির পার্লামেন্ট দখলের চেষ্টারত বিক্ষোভকারীদের কাছ থেকে পার্লামেন্ট রক্ষার নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে।
বুধবার শ্রীলঙ্কার সংবাদমাধ্যম ডেইলি মিররের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সর্বদলীয় নেতাদের সভায় নেতাদের কাছ থেকে পার্লামেন্ট সুরক্ষিত রাখা সংক্রান্ত আদেশ চেয়েছিলেন নিরাপত্তা বাহিনীর কমান্ডাররা। কিন্তু নেতারা তাদের চূড়ান্ত কিছু জানাননি। তাদেরকে বরং সরকারের কাছ থেকে এ ব্যাপারে আদেশ নেওয়ার জন্য বলা হয়।
নিরাপত্তা বাহিনীর কমান্ডাররা তখন ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের কাছ থেকে এ সংক্রান্ত আদেশ চান এবং তিনি পার্লামেন্ট রক্ষার আদেশ দেন।
এর আগে আজ পার্লামেন্টের কাছে নিরাপত্তা বাহিনী এবং বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।
Comments