৩০৪ কোটি টাকা পাচারের মামলায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ৪ ট্রাস্টিকে গ্রেপ্তারের নির্দেশ

ছবি: সংগৃহীত

৩০৪ কোটি টাকা আত্মসাৎ ও পাচার মামলায় নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ট্রাস্টি বোর্ডের চার সদস্যের আগাম জামিন চেয়ে করা আবেদন নাকচ করে দিয়েছেন হাইকোর্ট।

সেইসঙ্গে শাহবাগ থানাকে অবিলম্বে আসামিদের গ্রেপ্তার করে ২৪ ঘণ্টার মধ্যে বিচারিক আদালতে হাজির করার নির্দেশও দিয়েছেন হাইকোর্ট।

চার অভিযুক্ত হলেন-- এম এ কাশেম, বেনজীর আহমেদ, রেহানা রহমান এবং মোহাম্মদ শাজাহান। জামিন আবেদনের শুনানির সময় বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চে তারা আজ হাজির ছিলেন।

আসামিদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এএফ হাসান আরিফ, ফিদা এম কামাল, আজমালুল হোসেন ও মিজান সাঈদ এবং জামিন আবেদনের বিরোধিতা করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।

প্রায় ৩০৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এনএসইউর ট্রাস্টি বোর্ডের পাঁচ সদস্য ও একটি উন্নয়ন সংস্থার ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে মামলাটি করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলায় এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন আজিম উদ্দিন আহমেদ, সদস্য এম এ কাশেম, বেনজীর আহমেদ, রেহানা রহমান ও মোহাম্মদ শাজাহান এবং আশালয় হাউজিং অ্যান্ড ডেভেলপারসের ব্যবস্থাপনা পরিচালক আমিন মো. হিলালীকে আসামি করা হয়।

গত ৫ মে দুদকের উপ-পরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারী ঢাকায় তার সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি করেন।

Comments

The Daily Star  | English

Sufferings mount as road blockades paralyse capital

People from all walks of life -- including patients, elderly -- suffer as demonstrations continue in Shyamoli, Mohakhali

30m ago