করোনা রোধে ভারতসহ ১৬ দেশে সৌদি নাগরিকদের ভ্রমণ নিষেধাজ্ঞা

ছবি: রয়টার্স

পুনরায় করোনা প্রাদুর্ভাব শুরুর পর ১৬টি দেশে নিজ দেশের নাগরিকদের ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব।

আজ সোমবার গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারত, লেবানন, সিরিয়া, তুরস্ক, ইরান, আফগানিস্তান, ইয়েমেন, সোমালিয়া, ইথিওপিয়া, গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো, লিবিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, আর্মেনিয়া, বেলারুশ ও ভেনিজুয়েলায় যাওয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব।

দেশটিতে গত কয়েক সপ্তাহে দৈনিক করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমাগত বাড়তে থাকার পর এই নিষেধাজ্ঞা এসেছে।

তবে, দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরবে এখনও মাঙ্কিপক্স আক্রান্ত রোগী শনাক্ত হয়নি।

Comments