নির্বাচনে পরাজয় স্বীকার করে নিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। ছবি: রয়টার্স

ফল ঘোষণার আগেই জাতীয় নির্বাচনে পরাজয় স্বীকার করে নিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন।

আজ শনিবার রয়টার্সের প্রতিবেদেনে এ তথ্য জানানো হয়েছে।

মরিসন বলেন, `আজ রাতে আমি বিরোধীদলীয় নেতা এবং হবু প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে কথা বলেছি। আজ সন্ধ্যায় নির্বাচনে জয়ের জন্য আমি তাকে অভিনন্দন জানিয়েছি।'

মরিসন আরও বলেন, তিনি লিবারেল পার্টির নেতার পদ থেকে সরে দাঁড়াবেন।

মরিসনের কনজারভেটিভ জোট ৮ বছর ৯ মাস ক্ষমতায় ছিল। নেতৃত্বে বেশ কিছু পরিবর্তনের পর মরিসন ২০১৮ সালে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হন।

Comments