‘মামলা নিষ্পত্তিতে বিলম্বের সুযোগ নেয় দুর্নীতিবাজরা’

ছবি: সংগৃহীত

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি আশরাফুল কামাল বলেছেন, দুর্নীতিবাজরা মামলা নিষ্পত্তিতে বিলম্বের সুযোগ নেয় এবং এটাই দুর্নীতির অন্যতম প্রধান কারণ।

তিনি বলেন, 'যদি মামলার ২ পক্ষের মধ্যে বোঝাপড়া এবং সমঝোতার (মিডিয়েশন) মাধ্যমে মামলা নিষ্পত্তি করা যায়, তাহলে আগামী ১০ বছরে মামলাজট অর্ধেকে চলে আসবে এবং এর ফলে একটি দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা যাবে।'

আজ বুধবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ইন্টারন্যাশনাল মিডিয়েশন সোসাইটি (বিমস) কর্তৃক মিডিয়েশন বিষয়ক একটি বই প্রকাশ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, 'সুপ্রিম কোর্ট এখন থেকে কোনো নতুন মামলা না নেয় এবং বিচারকরা যদি সব মুলতবি মামলার শুনানি ও নিষ্পত্তি করেন, তাহলেও পুরোনো মামলা নিষ্পত্তি করতে অন্তত ৩০ বছর লাগবে।'

বিমসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের আইনজীবী সমরেন্দ্র নাথ গোস্বামীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে সিনিয়র আইনজীবী ও সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) মোতাহের হোসেন সাজু, ডিএজি মো. বশির উল্লাহ, ল রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) সভাপতি ও দ্য ডেইলি স্টারের জ্যেষ্ঠ প্রতিবেদক আশুতোষ সরকার, সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুন মাহমুদ দীপা এবং ইশরাত হাসান বক্তব্য রাখেন।

'বাংলাদেশে মিডিয়েশন আন্দোলন এগিয়ে যাওয়ার গল্প' শীর্ষক বইটি লিখেছেন ঢাকা পোস্টের সিনিয়র রিপোর্টার মেহেদী হাসান ডালিম।

Comments

The Daily Star  | English

Israel says truce with Hamas begins, after delay

During the delay, Gaza's civil defence agency said Israeli strikes killed eight people.

3h ago