বিচারকাজে অংশ নিতে পারবেন না হাইকোর্টের ১২ বিচারপতি

দূষণে আমরা আতঙ্কিত: হাইকোর্ট
সুপ্রিম কোর্টের ফাইল ছবি

হাইকোর্ট বিভাগের ১২ জন বিচারপতিকে প্রাথমিকভাবে কোনো বেঞ্চ দেওয়া হচ্ছে না বলে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞা জানিয়েছেন।

হাইকোর্ট প্রাঙ্গণে শিক্ষার্থীদের বিক্ষোভ চলাকালে আজ বুধবার বিকেলে বিক্ষোভরতদের তিনি এ কথা জানান।

এসময় তিনি বলেন, 'আপাতত ১২ বিচারপতিকে প্রাথমিকভাবে কোনো বেঞ্চ দেওয়া হচ্ছে না। এর অর্থ হলো আগামী ২০ অক্টোবর আদালত খুললে তারা বিচারকাজে অংশ নিতে পারবেন না।'

গতরাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম তাদের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে 'আওয়ামী লীগের ফ্যাসিস্ট বিচারকদের পদত্যাগের দাবিতে' বুধবার হাইকোর্ট ঘেরাও কর্মসূচির ঘোষণা দেন।

আজ সকাল ১১টা থেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে শিক্ষার্থীরা ও 'বৈষম্যবিরোধী আইন সমাজ' ব্যানারে একদল আইনজীবী জড়ো হয়ে হাইকোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করে।

পরে বিকেল ৪টার দিকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞা বিক্ষোভরতদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, 'আপনাদের দাবি নিয়ে আমরা আলোচনা করেছি। পরে আমরা প্রধান বিচারপতির সঙ্গে কথা বলেছি। বিচারপতি পদত্যাগ বা অপসারণের একটা প্রক্রিয়া আছে।'

'বর্তমানে এ সংক্রান্ত কোনো আইন নেই। আগের সরকার সংসদের মাধ্যমে বিচারপতিদের অপসারণের উদ্যোগ নিয়েছিল। সুপ্রিম কোর্ট সেটা বাতিল করে দিয়েছে। সরকার সেটা রিভিউ আকারে পেশ করেছে। আগামী রোববার আপিল বিভাগে সেটার শুনানি হবে,' বলেন তিনি।

বিচারপতিদের পদত্যাগের দাবি প্রসঙ্গে তিনি বলেন, 'আসলে বিচারপতিদের নিয়োগকর্তা ও পদত্যাগ বা অপসারণের উদ্যোগ রাষ্ট্রপতির দপ্তর থেকে হয়ে থাকে। এখানে প্রধান বিচারপতির যেটা করণীয়, তিনি সেটা করেছেন। আপাতত ১২ বিচারপতিকে প্রাথমিকভাবে কোনো বেঞ্চ দেওয়া হচ্ছে না। এর অর্থ হলো আগামী ২০ অক্টোবর আদালত খুলবে, তারা বিচারকাজে অংশ নিতে পারবেন না।'

'২০ তারিখের যে শুনানি আছে, অ্যাটর্নি জেনারেল সেটা পেশ করবেন। এর মাধ্যমে পরবর্তী প্রক্রিয়া শুরু হবে। বিচারপতি অপসারণের সঙ্গে সুপ্রিম কোর্ট এককভাবে জড়িত না। রাষ্ট্রপতি, অ্যাটর্নি জেনারেলের কার্যালয়, আইন মন্ত্রণালয় জড়িত আছে। আপাতত ১২ জনকে বেঞ্চ দেওয়া হচ্ছে না। পর্যায়ক্রমে শুনানির মাধ্যমে বাকিগুলো আসতে হবে,' যোগ করেন তিনি।       

Comments

The Daily Star  | English

Crowd control: Police seek to stop use of lethal weapon

The police may stop using lethal weapons and lead pellets for crowd control as their widespread use during the July mass uprising led to massive casualties and global criticism.

2h ago