কারা পাচার করে, কেন চিহ্নিতদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয় না?
টাকা যেন রপ্তানি পণ্য! যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক সংস্থা গ্লোবাল ফাইনান্সিয়াল ইনটিগ্রিটির প্রতিবেদনে উঠে এসেছে, প্রতি বছরই বাংলাদেশ থেকে ৭০ হাজার কোটি টাকার বেশি পাচার হচ্ছে বিদেশে। আবার বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, পাচারকৃত টাকার পরিমাণ আরও অনেক বেশি।
কীভাবে বাংলাদেশ থেকে পাচার হয় টাকা? কেন টাকা পাচার বন্ধ করা যাচ্ছে না?
জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে আসা বাংলাদেশ থেকে টাকা পাচারের বিষয় নিয়ে আজকের স্টার ভিউজরুম-এ সাংবাদিক মোহাম্মদ আল-মাসুম মোল্লার সঙ্গে আলোচনায় আছেন দ্য ডেইলি স্টার বাংলা সম্পাদক গোলাম মোর্তোজা।
Comments