অর্থপাচার মামলায় ইঞ্জিনিয়ার মোশাররফের ভাই বাবরের জামিন আবেদন নাকচ
২ হাজার কোটি টাকার অর্থপাচার মামলায় সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের ভাই খন্দকার মোহতেশাম হোসেন বাবরের জামিন আবেদন নাকচ করেছেন হাইকোর্ট।
আজ মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
তবে এ মামলায় কেন তাকে জামিন দেওয়া হবে না, ২ সপ্তাহের মধ্যে রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশনকে (দুদক) তা ব্যাখ্যা করার আদেশ দিয়ে একটি রুল জারি করেছেন বেঞ্চ।
গত ৮ মার্চ ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে বাবরকে গ্রেপ্তার করে পুলিশ।
২ হাজার কোটি টাকা পাচারের অভিযোগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ২০২০ সালে কাফরুল থানায় এ মামলা করেছিল।
বাবরের আইনজীবী আজ এ মামলায় তার জামিন চেয়ে আদালতে আবেদন করেছিলেন।
Comments