খুলনায় পুলিশ সদস্যের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

Khulna Map
স্টার অনলাইন গ্রাফিক্স

খুলনায় এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কলেজ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। 

অভিযুক্ত মঞ্জুরুল আহসান মাসুদ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) খুলনা কার্যালয়ের পরিদর্শক বলে জানিয়েছেন খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন।

তিনি জানান, কলেজ শিক্ষার্থীর অভিযোগের পর আজ রোববার বিকেলে খুলনা মহানগরীর ছোট মির্জাপুরের একটি বাসায় অভিযান পরিচালনা করে পুলিশের একটি দল। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। কলেজ শিক্ষার্থীকে মেডিকেল পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ভিকটিম কলেজছাত্রী ৫ দিন আগে পিবিআই ইন্সপেক্টর মাসুদের কাছে মোবাইল বা ফেসবুক ছবি সংক্রান্ত বিষয় নিয়ে অভিযোগ করে বলে জানা গেছে। তাকে সহযোগিতা করার কথা বলে আজ দুপুরে ওই বাসায় নিয়ে যায় মাসুদ। সেখানে তাকে ধর্ষণ করা হয়। পরে কলেজ ছাত্রী থানায় জানানোর সাথে সাথে অভিযান চালানো হয়।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

 

Comments

The Daily Star  | English

Three of a family 'beaten to death' in Cumilla

Police say villagers beat them on suspicion of drug trading

53m ago