চট্টগ্রামে মজুত করা ৪২০০ লিটার সয়াবিন তেল জব্দ, জরিমানা

সয়াবিন তেলের বাজার নিয়ন্ত্রণে বন্দরনগরী চট্টগ্রামে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ বুধবার নগরীর কর্নেলহাট বাজারের দুটি দোকানে মজুত করে রাখা অন্তত ৪ হাজার ২০০ লিটার বোতলজাত তেল জব্দ করা হয়।

কর্নেলহাট বাজারের জামাল অ্যান্ড ব্রাদার্স ও বিনয় স্টোর মজুত করে রাখা ভোজ্য তেল জব্দ করেন অধিদপ্তরের কর্মকর্তারা।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক আজিজুর রহমান বলেন, জামাল অ্যান্ড ব্রাদার্স নামে দোকান থেকে ৪ হাজার লিটার এবং বিনয় স্টোর থেকে ২০০ লিটার মজুত করে রাখা বোতলজাত তেল জব্দ করা হয়েছে। সেই সঙ্গে তাদের ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ তেল পূর্ব নির্ধারিত দামে অন্যান্য ব্যবসায়ী ও ভোক্তাদের কাছে বিক্রি করা হয়েছে।

গত শনিবার ও সোমবার নগরীর পাহাতলী ও কর্ণফুলী বাজার থেকে ১৬ হাজার ৫০ লিটার ভোজ্য তেল জব্দ করে অধিদপ্তর।

Comments