বর্ণিল সাজে শাহজাদপুর কাছারি বাড়ি, ৩ দিনব্যাপী রবীন্দ্র উৎসব শুরু
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজরিত শাহজাদপুর কাছারি বাড়িতে শুরু হয়েছে ৩ দিনব্যাপী রবীন্দ্র উৎসব। করোনা মহামারির কারণে গত ২ বছর উৎসবের আয়োজন করা না হলেও, কবিগুরুর ১৬১ তম জন্মবার্ষিকী উপলক্ষে এ বছর শাহজাদপুরের কাছারি বাড়ি সেজেছে বর্ণিল সাজে।
আজ রোববার দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে এ উৎসবের উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য মেরিনা জাহান কবিতা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, 'কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শুধু কবি নন, একজন মহাপুরুষ। একজন জমিদার হয়েও সাধারণ মানুষের জন্য নিবেদিতপ্রাণ ছিলেন তিনি।'
রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনকে অনুসরণ করে জীবন গড়ে তোলার জন্য সবার প্রতি আহ্বান জানান প্রতিমন্ত্রী।
সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শাহ আজম।
কাছারি বাড়ি সূত্রে জানা গেছে, উৎসবে প্রতিদিন আলোচনা ছাড়াও থাকবে রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি, গান ও নাটক প্রদর্শন। উৎসবকে কেন্দ্র করে ইতোমধ্যে রবীন্দ্র ভক্তদের পদচারণায় মুখরিত শাহজাদপুরের কাছারি বাড়ি। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের তত্ত্বাবধানে গত কয়েক দিন ধরেই চলছে গান, নাচ, নাটকসহ বিভিন্ন পরিবেশনার মহড়া।
Comments