২০ কোটি টাকার ঈদের নাটক

এবার ঈদে টেলিভিশন ও ইউটিউব চ্যানেলে প্রচারের জন্য ২০ কোটি টাকা অর্থলগ্নি করেছেন প্রযোজকরা।

এসব নাটকে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, মীর সাব্বির, সজল, ফজলুর রহমান বাবু, মম, অপূর্ব, আফরান নিশো, মেহজাবিন চৌধুরী, মুশফিক আর ফারহান, জিয়াউল হক পলাশ, তানজিন তিশা, আশনা হাবিব ভাবনা, তাসনিয়া ফারিণ, শবনম ফারিয়া, তাসনুভা তিশা, সাফা কবির, সাবিলা নূর, অর্ষা, নীলয়, সালহা খানম নাদিয়া, জোভান, তৌসিফ, শামীম হাসান সরকার, কেয়া পায়েল, পারসা ইভানা, আরশ খানসহ অনেকেই। তাদের অভিনীত নাটকের জন্যই এই ২০ কোটি টাকা অর্থলগ্নি করেছে প্রযোজনা প্রতিষ্ঠানগুলো।

অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম বলেন, 'শুধু একটি ঈদে আমাদের এখানে প্রায় ৬ শতাধিক নাটক নির্মাণ হয়। যার আনুমানিক বাজেট ২০ কোটি টাকারও বেশি। বাজার অনেক বড় হয়েছে, এটা নাটকের জন্য আশার কথা।'

ঈদে মোশাররফ করিম অভিনীত ২০টির বেশি নাটক প্রচার হবে। এর কাছাকাছি সংখ্যায় থাকবে অপূর্ব, মেহজাবিন চৌধুরী, আফরান নিশো, ফারহান অভিনীত নাটক।

Comments

The Daily Star  | English