শিক্ষাপ্রতিষ্ঠানে র‌্যাগ-ডে’র নামে ডিজে পার্টি ৩০ দিনের মধ্যে বন্ধের নির্দেশ

supreme court
সুপ্রিম কোর্ট ভবন। স্টার ফাইল ছবি

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে র‌্যাগ-ডে উদযাপনের নামে নগ্নতা, ডিজে পার্টি, অশ্লীলতা, অবৈধ ও নিষ্ঠুর কর্মকাণ্ড এবং গুণ্ডামি আগামী ৩০ দিনের মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ রোববার এ আদেশ দেন আদালত। একইসঙ্গে একটি রুলও জারি করেছেন আদালত।

রুলে শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের কার্যক্রম বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, আগামী ৪ সপ্তাহের মধ্যে তার কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে। 

শিক্ষা মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, পুলিশ মহাপরিদর্শক, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান ও মাধ্যমিক শিক্ষা বোর্ডের মহাপরিচালককে রুলের জবাব দিতে বলেছেন আদালত।

এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ কামরুল হাসানের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

রিট আবেদনের শুনানিকালে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার। 

 

Comments

The Daily Star  | English

Leading univs withdrawing from cluster system

Undergraduate admission tests under the cluster system faces uncertainty for the 2024-25 academic year, as several prominent universities have decided to withdraw and conduct their own admission tests independently. 

8h ago