ডিএসইতে লেনদেন এক বছরে সর্বনিম্ন

ফাইল ফটো

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শেয়ারের সূচক কমার পাশাপাশি লেনদেনও কমে গেছে। আজ মঙ্গলবার দিন শেষে ডিএসইতে লেনদেন হয়েছে ৫৭৫ কোটি টাকা, যা গত প্রায় এক বছরের মধ্যে সর্বনিম্ন।

এর আগে গত বছর ১৩ এপ্রিল ডিএসইতে সর্বনিম্ন লেনদেন ছিল ৫৫৬ কোটি টাকা।

বিশ্লেষকরা বলছেন, বাজার নিয়ে আস্থার অভাবেই লেনদেন কমে যাচ্ছে। তার ওপর দেশে দ্রব্যমূল্য বেড়ে যাওয়ায় মানুষ সঞ্চয় ভেঙে খাচ্ছেন। যার প্রভাব পড়ছে সব ধরনের সঞ্চয় ও বিনিয়োগের ওপর।

আজ ডিএসইর মূল সূচক ২৬ পয়েন্ট কমে ৬ হাজার ৬৯৪ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া শেয়ারগুলোর মধ্যে ৫১টির দর বেড়েছে, ২৮৬টির কমেছে আর অপরিবর্তিত ছিল ৪৪টি কোম্পানির শেয়ারের দাম।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও দরপতন হয়েছে। বন্দর নগরীর এ স্টক এক্সচেঞ্জের প্রধান মূল্য সূচক ৫৪ পয়েন্ট কমে ১৯ হাজার ৬৪৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

Comments

The Daily Star  | English

People didn’t sacrifice lives just for election: Asif Mahmud

The adviser stresses the need for reforms for which people came out and ousted 'fascist' Awami League government

58m ago