জেলেনস্কিকে ‘গণতন্ত্রের সিংহ’ বলে সম্ভাষণ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে 'গণতন্ত্রের সিংহ' বলে সম্ভাষণ করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন।
আজ বৃহস্পতিবার কিয়েভ থেকে অস্ট্রেলিয়ার পার্লামেন্টে ভার্চুয়ালি যুক্ত হন জেলেনস্কি। তার ভাষনের আগে অস্ট্রেলিয়ার পার্লামেন্টে উপস্থিত স্কট মরিসন তাকে স্বাগত জানিয়ে বলেন, 'আমরা এখানে আপনাকে (জেলেনস্কি) গণতন্ত্রের সিংহ হিসেবে স্বাগত জানাই।'
সেইসঙ্গে বিদ্যমান সঙ্কটে জেলেনস্কির সঙ্গে থাকার প্রত্যয় ব্যক্ত করে স্কট মরিসন আরও বলেন, 'আমরা আপনার সঙ্গে আছি মিস্টার প্রেসিডেন্ট। এবং আমরা মস্কোর যুদ্ধাপরাধীদের পাশে দাঁড়াইনি।'
এ সময় অস্ট্রেলিয়ার বিরোধী দলীয় নেতা অ্যান্থনি আলবেনিজ ইউক্রেনের প্রেসিডেন্টকে বলেন, 'আপনি যখন অত্যাচারী শাসকের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন, তখন আপনি আমাদের দেখিয়ে দিচ্ছেন যে, সত্যিকারের সাহস কী।'
জেলেনস্কি তার ভাষনে অস্ট্রেলিয়াকে রাশিয়ার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা আরও জোরদার করার আহ্বান জানান। তিনি বলেন, 'পুতিনের পদক্ষেপগুলো সব গণতান্ত্রিক জাতির জন্য হুমকির প্রতিনিধিত্ব করেছে। রাশিয়া আমাদের বিরুদ্ধে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু করেছে। তারা আমাদের বেসামরিক নাগরিক ও শিশুদের হত্যা করছে।'
জেলেনস্কি তার ভাষণে আরও বলেন, 'আমরা জানি আমাদের স্বপ্ন অপরাজেয় এবং অবিনশ্বর, বিশেষ করে আমরা যদি মুক্ত বিশ্বের সমর্থক হই।'
এদিকে জেলেনস্কির ভাষণের পরপর অস্ট্রেলিয়া ইউক্রেনের জন্য সামরিক সহায়তা বাড়িয়েছে। এদিন স্কট মরিসন ইউক্রেনের জন্য আরও ২৫ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ঘোষণা করেন। এ ছাড়া প্রয়োজনে আরও সহযোগিতার সুযোগ আছে জানিয়ে এ বিষয়ে মরিসন বলেন, 'এই ব্যবস্থাটি ইউক্রেনীয় সরকারের সরাসরি অনুরোধের প্রতিক্রিয়া।'
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে মরিসন সরকার ইউক্রেনের জন্য মানবিক ও সামরিক সহায়তা এবং শরণার্থী পুনর্বাসনে এখন পর্যন্ত প্রায় ১৫৭ মিলিয়ন ডলার প্রদান করেছে।
এ ছাড়া ফেডারেল সরকার চলতি বছরের পাশাপাশি আগামী বছরেও ইউক্রেনীয়দের জন্য ৩ বছরের অস্থায়ী মানবিক ভিসা বরাদ্দ করার প্রতিশ্রুতি দিয়েছে।
সেইসঙ্গে অস্ট্রেলিয়ার ফেডারেল সরকার ইতোমধ্যে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার একটি দীর্ঘ তালিকা প্রয়োগ করেছে। ৫০০ রাশিয়ান ব্যক্তি ও প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে রাশিয়া থেকে তেল, কয়লা ও গ্যাস আমদানির উপর।
এর আগে গত মাসে জেলেনস্কি মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টে ভাষণ দেন।
আকিদুল ইসলাম : অস্ট্রেলিয়া প্রবাসী লেখক, সাংবাদিক
Comments