ভালোবাসার তরী হতে চাই: উইল স্মিথ

অস্কার হাতে উইল স্মিথ। ছবি: রয়টার্স

'আমি ভালোবাসার তরী হতে চাই। আমি ভেনাস, সেরেনা ও উইলিয়ামস পরিবারের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। তারা আমার ওপর আস্থা রেখেছিল। আমি এমনটিই করতে চেয়েছিলাম। আমি এমন ভালোবাসা, যত্ন ও উদ্বেগের দূত হতে চাই।'

এবারের ৯৪তম অস্কার আসরে সেরা অভিনেতার পুরস্কার হাতে পেয়ে এমন অভিব্যক্তি প্রকাশ করেন 'পারসুইট অব হ্যাপিনেস'-খ্যাত উইল স্মিথ।

অশ্রুসিক্ত চোখে আবেগজড়িত কণ্ঠে তিনি বলেন, 'আমি মানুষকে ভালোবাসার ডাক পেয়েছি। তাদের রক্ষার ডাক পেয়েছি। আমি তাদের জন্য (ভালোবাসার) নদী হতে চাই। অনেক অপমান সহ্য করতে হবে। মানুষ অনেক মন্দ কথা বলবে। অসম্মান করবে। আপনাকে হাসি মুখে থাকতে হবে। ভাব নিয়ে বলতে হবে: সব ঠিক আছে।'

আরও পড়ুন: অস্কার মঞ্চে উপস্থাপককে চড় মারলেন উইল স্মিথ

'অভিনেতা ডেনজেল ওয়াশিংটন কিছুক্ষণ আগে আমাকে বললেন, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে সতর্ক থাকতে হবে। সেসময়ই অপশক্তি তোমার কাছে আসবে।'

এবার মার্কিন পরিচালক রিনালদো মারকুস গ্রিনের 'কিং রিচার্ড'-এ অভিনয় করে অস্কার পেয়েছেন উইল স্মিথ। সিনেমার পটভূমি তুলে ধরে তিনি বলেন, 'গল্পের রিচার্ড উইলিয়ামস তার পরিবারকে রক্ষায় সর্বোচ্চ ত্যাগ করতে প্রস্তুত থাকে। আমার জীবনেও আমি এমনটি চাই। ঈশ্বরও আমাকে এমনটি করার আহ্বান জানিয়েছেন।'

'এই চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে আমি আঞ্জানু এলিসকে রক্ষা করতে চেয়েছি' উল্লেখ করে তিনি আরও বলেন, 'এমন শক্ত মনোবল ও কোমল হৃদয়ের মানুষ আমি আগে দেখিনি। ভেনাস ও সেরেনার চরিত্রে অভিনয় করা স্যানায়া সিডনি ও ডেমি সিংলেটনকেও রক্ষা করতে চেয়েছি।'

স্মিথের বক্তব্যের আগে বা অস্কার হাতে পাওয়ার খানিক আগে ঘটে যায় এক চরম অপ্রীতিকর ঘটনা। মঞ্চে এসে তিনি উপস্থাপক ও কৌতুক অভিনেতা ক্রিস রকের গালে চড় বসিয়ে দেন।

শুধু রকের গালে চড় বসিয়েই ক্ষান্ত হননি তিনি। দর্শক সারিতে নিজের আসনে বসে তাকে উদ্দেশ করে গালিও দেন স্মিথ।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, অনুষ্ঠানে স্ত্রী জ্যাডা পিনকেট স্মিথের উপস্থিতি নিয়ে রক কৌতুক করায় ক্ষিপ্ত হন স্মিথ। এমন কৌতুক পূর্বপরিকল্পিত হলেও তিনি তা মেনে নিতে পারেননি। চিৎকার করে বলেন, 'তোমার মুখে আমার স্ত্রীর নাম শুনতে চাই না।'

সেই প্রসঙ্গে উইল স্মিথ বলেন, 'আমি একাডেমির কাছে ক্ষমা চাচ্ছি। মনোনয়ন পাওয়া সবার কাছে ক্ষমা চাচ্ছি। আমি পুরস্কার পেয়েছি বলে কাঁদছি না। আমি কাঁদছি কিং রিচার্ড এর সব সহকর্মী ও উইলিয়ামস পরিবারের সবার ওপর খ্যাতির আলো পড়েছে বলে।'

বক্তব্যে তিনি তার মা, স্ত্রী ও পরিবারের সবার প্রতি শ্রদ্ধা জানান।

Comments

The Daily Star  | English

Extortionists' list almost complete, drive soon: DMP cheif

He warned that no one involved in extortion would be spared, urging individuals to refrain from such activities

57m ago