প্রবাসী মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিলো অস্ট্রেলিয়ার উইমেনস কাউন্সিল

প্রবাসী বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেয় অস্ট্রেলিয়ার উইমেনস কাউন্সিল। ছবি: সংগৃহীত

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গতকাল ২৬ মার্চ অস্ট্রেলিয়ার উইমেনস কাউন্সিল প্রবাসী মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও মহান দিবসটি উদযাপন উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে।

বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পেশার প্রবাসীরা ছাড়াও মূলধারার রাজনীতির সরকারি ও বিরোধীদলের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উইমেনস কাউন্সিলের সভাপতি ও স্থানীয় সিটি কর্পোরেশনের সদ্য-নির্বাচিত কাউন্সিলর সাজেদা আক্তার সানজিদা।

অস্ট্রেলিয়ায় প্রবাসীদের মহান স্বাধীনতা দিবস উদযাপন। ছবি: সংগৃহীত

বাংলাদেশের মুক্তিসংগ্রাম ও পরবর্তীতে দেশটির নানান উন্নয়নমূলক কাজের তালিকা তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য রাখেন কনস্যুলেট জেনারেল খন্দকার মাসুদুল আলম, স্থানীয় আদিবাসী নেতা ফিল দত্তি, সংসদ সদস্য ও মন্ত্রী ডেভিড কোলম্যান, কাজী শ্রাবন্তী, জাহাঙ্গীর আলম, সপ্তক চৌধুরী প্রমুখ।

সম্মাননার মঞ্চে দাঁড়িয়ে বীর মুক্তিযোদ্ধারা যখন একাত্তরের সেইসব সংগ্রাম-মুখর উত্তাল দিনগুলোর স্মৃতিচারণ করছিলেন তখন অডিটোরিয়াম-ভর্তি দর্শক করতালি দিয়ে তাদের সম্মানিত করছিলেন।

সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন সায়ান জামান, ফাইজুন নাহার পলি, ফাহাদ আসমার, শহিদুল ইসলাম, নিলুফা ইয়াসমিন, জান্নাতুল ফেরদৌস ঊর্মি, অমিয়া মতিন, সাদিয়া জাহিদ ও পৃথিবী তিজওয়ার। নৃত্য পরিবেশন করে নৃত্যাঞ্জলি ড্যান্স একাডেমি।

অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনায় ছিলেন সাবেক কাউন্সিলর শাহে জামান টিটু।

আকিদুল ইসলাম: অস্ট্রেলিয়া প্রবাসী লেখক, সাংবাদিক

Comments

The Daily Star  | English
caretaker government proposal Bangladesh

Restoration of caretaker system to be proposed

The restoration of the caretaker government and the introduction of a bicameral system in parliament will be among the recommendations to be proposed by the Constitution Reform Commission.

4h ago