বিয়ে করছেন অস্ট্রেলিয়ান টেনিস তারকা অ্যাশ বার্টি

বিয়ে করছেন অস্ট্রেলিয়ান টেনিস তারকা অ্যাশ বার্টি

অস্ট্রেলীয় টেনিস তারকা অ্যাশ বার্টি র‍্যাংকিংয়ের দিক দিয়ে নারী টেনিসে বর্তমান বিশ্বের এক নম্বর অবস্থানে আছেন। তাকে একজন অস্ট্রেলীয় আইকন হিসেবে বিবেচনা করা হয়। অ্যাশ বার্টির অনবদ্য ক্রীড়াশৈলি তাকে এনে দিয়েছে অসংখ্য ভক্ত, যারা ছড়িয়ে আছেন সারা বিশ্বে।

বার্টি অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন এবং উইম্বলডন জিতেছেন মাত্র ২৫ বছর বয়সে।

নিজের দেশে মাত্র ২ মাস আগে অস্ট্রেলিয়ান ওপেন জিতে অসামান্য গৌরব অর্জনের পর অবসর নিয়েছেন বিশ্বের এক নম্বর এই টেনিস তারকা। তার আকস্মিক অবসরের ঘোষণায় হতবাক টেনিস বিশ্ব।

তাকে নিয়ে বিশ্ব জুড়ে যখন উত্তেজনা চলছে ঠিক তখনই বার্টি নিজেই সেই উত্তেজনাকে আরও বাড়িয়ে দিলেন। গতকাল বৃহস্পতিবার, তিনি ব্রিসবেনে এক সাংবাদিক সম্মেলনে জানিয়ে দিলেন বিয়ের খবর। সাংবাদিকদের প্রশ্নের জবাবে টেনিস কিংবদন্তি বলেন, বিয়ে করছি এটি সত্য, বিয়ের তারিখ নির্ধারণ হয়েছে এটাও সত্য। তবে সেই তারিখটি এখনই জানাতে চাই না।

বার্টি বিয়ে করছেন তার বন্ধু গ্যারি কিসিককে। ৩০ বছর বয়সী গ্যারি গলফ খেলোয়াড় এবং  ব্রিসবেনের ব্রুকওয়াটার গলফ ও কান্ট্রি ক্লাবের প্রযুক্তিবিদ হিসাবে কাজ করছেন।

২০১৬ সালে বার্টি যখন গলফ খেলতে ব্রুকওয়াটারে গিয়েছিলেন তখন তাদের পরিচয়।

অনুশীলনের সময় যখনই সময় পেতেন  কিসিক বার্টিকে সাহায্য করতেন। বার্টির  অনানুষ্ঠানিক 'বল বয়' হিসাবে পরিচিত ছিলেন কিসিক।

২০২১ সালের ২৩ নভেম্বর এক ইনস্টাগ্রাম পোস্টে অ্যাশ বার্টি তাদের বাগদানের বিষয়টি নিশ্চিত করেন।

গতকালের সংবাদ সম্মেলনে বার্টি বলেন, আমরা স্পষ্টতই আমাদের জীবনের পরবর্তী অধ্যায় নিয়ে উত্তেজিত।'

আকিদুল ইসলাম: অস্ট্রেলিয়া প্রবাসী লেখক, সাংবাদিক

Comments

The Daily Star  | English
caretaker government proposal Bangladesh

Restoration of caretaker system to be proposed

The restoration of the caretaker government and the introduction of a bicameral system in parliament will be among the recommendations to be proposed by the Constitution Reform Commission.

4h ago