শেন ওয়ার্নকে শেষ বিদায় বন্ধু ও পরিবারের
অস্ট্রেলিয়ান কিংবদন্তি ক্রিকেট তারকা শেন ওয়ার্নকে শেষ বিদায় জানাতে আজ রোববার সেন্ট কিল্ডা ফুটবল ক্লাবে উপস্থিত হয়েছিলেন তার প্রায় ৮০ জন বন্ধু ও পরিবারের সদস্যরা।
ওয়ার্নের ৩ সন্তান জ্যাকসন, ব্রুক, সামার ও তার বাবা-মা কিথ এবং ব্রিগেট সেখানে উপস্থিত ছিলেন।
শেন ওয়ার্নকে শেষবারের মতো বিদায় দিতে এসে শোকে ভেঙে পড়েন বন্ধু ও পরিবারের সদস্যরা।
সেখানে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার অবসরপ্রাপ্ত টেস্ট অধিনায়ক মার্ক টেলর, অ্যালান বর্ডার, মাইকেল ক্লার্ক, প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন, বোলিং গ্রেট মার্ভ হিউজ, গ্লেন ম্যাকগ্রা, মার্ক ওয়া এবং ইয়ান হিলি।
আগামী ৩০ মার্চ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে একটি রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠান হবে। সেখানে বিপুল সংখ্যাক মানুষ শেন ওয়ার্নকে শ্রদ্ধা জানানোর সুযোগ পাবেন।
প্রায় দুই সপ্তাহ আগে ক্রিকেট কিংবদন্তির মৃত্যুতে বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে আসে।
আকিদুল ইসলাম: অস্ট্রেলিয়া প্রবাসী লেখক, সাংবাদিক
Comments