সিডনি হারবার ব্রিজের ৯০ বছর পূর্তি

হারবার ব্রিজ। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার সবচেয়ে বিখ্যাত ল্যান্ডমার্ক হারবার ব্রিজের ৯০ বছর পূর্তির ইতিহাসকে আরও জীবন্ত ও অর্থবহ করার জন্য রাজ্য সরকার উদ্যোগ নিয়েছে।

৯০ বছর ধরে আইকনিক ল্যান্ডমার্কটি অস্ট্রেলিয়ার পরিচয়ের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে।

সিডনির বিখ্যাত ব্রিজটি ১৯৩২ সালের ১৯ মার্চ জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছিল। সেদিন আনুমানিক ১০ লাখ মানুষ ট্রেন, ট্রাম, গাড়ি, পায়ে হেঁটে এবং ঘোড়ায় চড়ে ব্রিজটি অতিক্রম করেছিলেন।

৯০ বছর উদযাপন উপলক্ষে গত ১৭ মার্চ থেকে শুরু হয়েছে আলোক প্রদর্শনী। এর মাধ্যমে জীবন্ত হয়ে উঠেছে সিডনি হারবার ব্রিজের ৯০ বছরের ধারাবাহিক ইতিহাস। এই ঐতিহাসিক ব্রিজটির সঙ্গে যেমন জড়িত আছে শতাব্দীকালের গৌরবগাঁথা, তেমনি এর প্রতিটি পিলারে লেখা আছে একটি শহরের অজস্র দীর্ঘশ্বাস।

ব্রিজটি যাদের জমির ওপর নির্মিত হয়েছিল প্রদর্শনীতে তাদের প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে। এ ছাড়া দেখানো হচ্ছে, এই স্কেলের একটি ব্রিজ নির্মাণের দৃঢ়তা, নির্মাণের পর্যায়, এর চলমান রক্ষণাবেক্ষণ এবং কীভাবে এই অবকাঠামো বৃহত্তর সিডনিকে সংযুক্ত করে রেখেছে সেই বিষয়গুলো।

প্রায় ৫০ হাজার উজ্জ্বল এলইডি পিক্সেল ব্রিজের পূর্ব ও পশ্চিম মুখের উপরের ও নীচের খিলান এবং রাস্তার ডেককে রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত আলোকিত করবে।

আলোর এই প্রদর্শনী শেষ হবে আগামীকাল রোববার।

প্রায় ৫৩ হাজার টন ইস্পাত দিয়ে ব্রিজটি তৈরি করতে ১ হাজার ৪০০ শ্রমিকের ৮ বছর সময় লেগেছিল।

ব্রিজটির গ্রাউন্ড ব্রেকিং অবকাঠামো নির্মাণ করেছিলেন ইঞ্জিনিয়ার জন ব্র্যাডফিল্ড। তিনি বিশ্বাস করেছিলেন যে সিডনি হারবার ব্রিজটি বন্দর জুড়ে একটি রাস্তার চেয়ে বেশি প্রশস্ত হওয়া উচিত। ব্র্যাডফিল্ড এমন একটি নকশার পক্ষে পরামর্শ দিয়েছিলেন যা নাগরিকদের একত্রিত করবে, অর্থনীতিকে এগিয়ে নেবে এবং শহরের ভবিষ্যৎ নির্ধারণ করবে৷

হারবার ব্রিজ অস্ট্রেলিয়ার সবচেয়ে সুপরিচিত এবং সর্বাধিক ফটোগ্রাফট আইকন। পাশাপাশি বিশ্বের অন্যতম স্বীকৃত ল্যান্ডমার্ক।

আকিদুল ইসলাম: অস্ট্রেলিয়া প্রবাসী লেখক, সাংবাদিক

Comments

The Daily Star  | English

‘May the sound of arms be silenced’

Pope Francis calls for peace across the world in Christmas message

34m ago