২৬ মার্চ থেকে বাংলাদেশের সঙ্গে যাত্রীবাহী ট্রেন পুনরায় চালুর প্রস্তাব ভারতের
আগামী ২৬ মার্চ থেকে বাংলাদেশের সঙ্গে যাত্রীবাহী ট্রেন পুনরায় চালুর প্রস্তাব দিয়েছে ভারত।
করোনার কারণে ২০২০ সালের মার্চ থেকে স্থগিত ছিল দুদেশের ট্রেন চলাচল। তবে এই যোগাযোগ চালুর জন্য বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে চিঠি পাঠানোর পর ভারতীয় রেলওয়ে কর্তৃপক্ষের কাছ থেকে এই প্রস্তাব এলো।
বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) সরদার শাহাদাত আলী আজ বুধবার দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা শিগগির আলোচনা মাধ্যমে পুনরায় কার্যক্রম শুরুর বিষয়ে সিদ্ধান্ত নেব।'
করোনার কারণে বন্ধ হয়ে যাওয়ার আগে দুদেশের মধ্যে দুটি যাত্রীবাহী ট্রেন চলাচল করছিল।
Comments