বরকত-রুবেলের ১২ বাসে আগুন

ফরিদপুরে আজ শনিবার ভোররাতে সাউথ লাইন পরিবহনের ১২টি বাস আগুনে পুড়ে গেছে। এই পরিবহন সংস্থার মালিক ২ হাজার কোটি টাকা অর্থপাচার মামলায় গ্রেপ্তার সাবেক আওয়ামী লীগ নেতা সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই ইমতিয়াজ হোসেন রুবেল।
পুড়ে যাওয়া গাড়িগুলোর একাংশ। ছবি: সংগৃহীত

ফরিদপুরে আজ শনিবার ভোররাতে সাউথ লাইন পরিবহনের ১২টি বাস আগুনে পুড়ে গেছে। এই পরিবহন সংস্থার মালিক ২ হাজার কোটি টাকা অর্থপাচার মামলায় গ্রেপ্তার সাবেক আওয়ামী লীগ নেতা সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই ইমতিয়াজ হোসেন রুবেল।

আজ ভোররাত সোয়া ১টার দিকে শহরের গোয়ালচামটে নতুন বাস টার্মিনালের পাশে সাউথ লাইন পরিবহনের গ্যারেজে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে রাত আড়াইটার দিকে আগুন নেভাতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডে ১২টি বাস পুড়ে গেছে।

অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনও জানতে পারেনি ফায়ার সার্ভিস।

স্থানীয়রা জানান, গভীর রাতে হঠাৎ দাউদাউ করে বাসগুলোতে আগুন জ্বলতে দেখে তারা ফায়ার সার্ভিসে খবর দেন। সারিবদ্ধভাবে গ্যারেজে রাখা গাড়িগুলোতে একই সময়ে আগুন লাগে।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক নজরুল ইসলাম বলেন, 'খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে ১ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা জানা সম্ভব হয়নি। আগুনে ১২টি বাস পুড়েছে।'

এ ব্যাপারে ফরিদপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. এ. জলিল বলেন, 'গভীর রাতে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে মোট ২২টি বাস ছিল। এর মধ্যে ১২টি বাসেই একসঙ্গে আগুন লাগে।'

তিনি আরও বলেন, 'ফরিদপুরের সাউথ লাইন নামে পুড়ে যাওয়া ওই বাসগুলো অর্থপাচার মামলায় গ্রেপ্তার শহর আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই ফরিদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইমতিয়াজ হাসান রুবেলের মালিকানাধীন। ২০২০ সালের ৭ জুন পুলিশের অভিযানে বরকত-রুবেল গ্রেপ্তার হওয়ার পর আদালতের নির্দেশে দুদক এসব বাস জব্দ করে। এরপর থেকে সেগুলো শহরের নতুন বাস টার্মিনালের সাউথ লাইন গ্যারেজেই রাখা ছিল।'

'তদন্ত করে এ ঘটনার বিস্তারিত বের করার চেষ্টা করা হবে,' বলে যোগ করেন ওসি।

Comments

The Daily Star  | English

Saber Hossain Chowdhury arrested

The Detective Branch of police today arrested Saber Hossain Chowdhury, former environment forest and climate change minister and Dhaka-9 lawmaker, at the capital’s Gulshan

1h ago