নিজের ব্যাগি গ্রিন ক্যাপ বিক্রি করে ১ মিলিয়ন ডলার রেডক্রসকে দিয়েছিলেন ওয়ার্ন
অস্ট্রেলিয়ার ক্রিকেট তারকা শেন ওয়ার্ন প্রশান্ত মহাসাগর তীরের বাসিন্দাদের কাছে শুধুমাত্র একজন ক্রিকেট সুপারস্টার হিসেবে নন, একজন মানবিক সমাজ সংগঠক হিসেবেও সম্মানিত ও সমাদৃত।
মৃত্যুর পর তাকে আবার নতুন করে আবিষ্কার ও স্মরণ করছে অস্ট্রেলিয়ানরা।
২০১৯ সালে ভয়াবহ দাবানলে ভস্মীভূত হয়ে যায় অস্ট্রেলিয়ার বিশাল বনাঞ্চল। আগুনে পুড়ে ৫০ লাখেরও বেশি বন্য প্রাণীর মৃত্যু হয়েছিল এবং লোকালয়গুলোতেও দাবানলের ভয়াবহতা ছড়িয়ে পড়েছিল।
মানুষ মারা যায় প্রায় ৩৪ জন। অসংখ্য পরিবার ঘরবাড়ি হারিয়ে ক্ষতিগ্রস্ত হয়। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় ১০৩ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার।
সে সময় অস্ট্রেলিয়ান ক্রিকেট গ্রেট শেন ওয়ার্ন তার প্রিয় ব্যাগি গ্রিন ক্যাপ দাবানলে ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য নিলামে তোলেন। অস্ট্রেলিয়ার কমনওয়েলথ ব্যাংক সেটি কিনে নেয় ১ মিলিয়ন ৭ হাজার ৫০০ অস্ট্রেলিয়ান ডলার দিয়ে।
নিলাম থেকে পাওয়া সম্পূর্ণ অর্থ দাবানলে ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য রেডক্রসের হাতে তুলে দেন ওয়ার্ন।
অস্ট্রেলিয়ার জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের টেস্ট অভিষেকের সময় ব্যাগি গ্রিন উপহার দেওয়া হয়। ওয়ার্নের বয়স যখন ২২ বছর বছর তখন তিনি এটি পেয়েছিলেন। ২৮ বছর ধরে যত্ন করে আগলে রাখা ক্যাপটি তিনি মানবতার সেবায় উৎসর্গ করেন।
ওই সময় ওয়ার্ন তার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিলামের সঙ্গে জড়িত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, 'অনেক খেলোয়াড়ই ব্যাগি গ্রিন ক্যাপ পরার এবং অস্ট্রেলিয়ার হয়ে খেলার সুযোগ পায়নি।'
তিনি আরো জানান, আমি অন্য সবার মতো যতটা সম্ভব সাহায্য করার চেষ্টা করছি।
'এই ধ্বংসযজ্ঞ আমাদের সকলকে স্পর্শ করেছে, এটি বিশ্বের সকলকে স্পর্শ করেছে', যোগ করেন ওয়ার্ন।
শেন ওয়ার্নের ব্যাগি গ্রিন ক্যাপটি এখন বাউরালের ব্র্যাডম্যান যাদুঘরে সংরক্ষিত রয়েছে।
আকিদুল ইসলাম : অস্ট্রেলিয়া প্রবাসী লেখক, সাংবাদিক
Comments