মূল পদ্মা সেতুতে ল্যাম্পপোস্ট বসানো শুরু

ছবি: স্টার

পদ্মা সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্তের ৪০ নম্বর পিলার থেকে ল্যাম্পপোস্ট বসানোর কাজ শুরু হয়েছে।

আজ বুধবার দুপুর ২টায় প্রথমবারের মতো ল্যাম্পপোস্ট বসানোর কাজ শুরু হয় এবং বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ৩টি ল্যাম্পপোস্ট বসানো হয়। আজ আরও ৯টি স্থাপন ল্যাম্পপোস্ট বসানো হবে।

জানা গেছে, পুরো সেতুতে ৪১৫টি ল্যাম্পপোস্ট বসানো হবে। এরমধ্যে মূল সেতুতে ৩২৮টি এবং দুই প্রান্তের ভায়াডাক্টে ৮৭টি।

এর আগে, ২০২১ সালের ২৫ নভেম্বর মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে সেতুর ভায়াডাক্টে প্রথম ল্যাম্পপোস্ট বসানোর কাজ শুরু হয়েছিল।

পদ্মা সেতুর সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল) সাদ্দাম হোসেন দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, 'প্রথম দিন লক্ষ্যমাত্রা অনুযায়ী মূল সেতুতে ১২টি ল্যাম্পপোস্ট বসানোর পরিকল্পনা আছে। ইতোমধ্যে এই প্রকল্পের জন্য চীন থেকে ৪১৫টি ল্যাম্পপোস্ট এসেছে। এগুলো বসানোর জন্য পরীক্ষা-নিরীক্ষাও শেষ হয়েছে। ল্যাম্পপোস্টে আলোক বাতি বসানোর কাজও চলছে। প্রত্যেকটি ল্যাম্পপোস্টে একটি করে আলোক বাতি বসানো হচ্ছে।'

তিনি আরও বলেন, 'মাওয়া ও জাজিরা প্রান্তে সেতুর ভায়াডাক্টে ৮৭টির মধ্যে ইতোমধ্যে ২৭টি ল্যাম্পপোস্ট বসানো হয়েছে। এরমধ্যে জাজিরা প্রান্তে ৯টি ও মাওয়া প্রান্তে ১৮টি। প্রতিটি ল্যাম্পপোস্টে বসানো হবে ১৭৫ ওয়াটের এলইডি বাল্ব। ল্যাম্পপোস্টগুলোর দৈর্ঘ্য ১১ দশমিক ২ মিটার। একটি ল্যাম্পপোস্ট থেকে আরেকটি ল্যাম্পপোস্টের দূরত্ব ৩৭ দশমিক ৫ মিটার। প্রতিটি ল্যাম্পপোস্টের ওজন ২৭৫ কেজি। প্রতি ঘণ্টায় ২০০ কিলোমিটার গতিবেগে ঝড় হলেও এসব ল্যাম্পপোস্টের কোনো ক্ষতি হবে না।'

পদ্মা সেতুর প্রকৌশলী সূত্রে জানা যায়, ক্রেনের সাহায্যে ল্যাম্পপোস্টগুলো একটি নির্দিষ্ট উচ্চতায় তোলার পর মূল সেতুর নির্ধারিত স্থানে যুক্ত করা হয়। পরীক্ষা-নিরীক্ষায় যেসব ল্যাম্পপোস্ট বসানোর জন্য উপযোগী সেগুলো বসানো হয়। বিদ্যুৎ সংযোগ এলে ল্যাম্পপোস্টগুলোতে সংযোগ তার দিয়ে যুক্ত করা হবে।

Comments

The Daily Star  | English
Tarique Rahman on election demands

Conspirators eyeing country’s resources like vultures: Tarique

Tarique said the conspiracy by mischievous elements, both within the country and abroad, against the BNP, its leaders, and the nation, does not stop

19m ago