স্বাভাবিক মৃত্যু হয়েছে শেন ওয়ার্নের: ময়নাতদন্ত প্রতিবেদন
থাইল্যান্ডের কোহ সামুই দ্বীপে গত শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে হঠাৎ মারা যান ৫২ বছর বয়সী অস্ট্রেলিয়ান ক্রিকেট যাদুকর শেন ওয়ার্ন। তারপর থেকেই অস্ট্রেলিয়ার প্রধান গণমাধ্যমগুলো তার মৃত্যুকে 'সন্দেহজনক' হিসেবে উল্লেখ করছে।
আজ সোমবার সুরাট থানির একটি হাসপাতালে ফরেনসিক চিকিৎসকদের পরিচালিত ময়নাতদন্তের পর থাইল্যান্ডের পুলিশ জানিয়েছেন যে, ওয়ার্ন 'প্রাকৃতিক' কারণে মারা গেছেন।
এ ছাড়া আগামীকাল তার মরদেহ অস্ট্রেলিয়ায় প্রত্যাবর্তন করা হবে বলে জানিয়েছে, থাই পুলিশ।
শেন ওয়ার্নের বাবা-মা কিথ এবং ব্রিজিট ওয়ার্ন আজ একটি আবেগপূর্ণ বিবৃতিতে জানিয়েছেন, শুক্রবার রাতটি তাদের পরিবারের জন্য 'অনিঃশেষ দুঃস্বপ্নের' সূচনা ছিল।
'আমাদের দুঃখকে যথাযথভাবে প্রকাশ করার জন্য শব্দ খুঁজে পাওয়া একটি অসম্ভব কাজ এবং শেন ছাড়া ভবিষ্যতের দিকে তাকানো অকল্পনীয়,' বলেছেন তারা।
ওয়ার্নের মেয়ে সামার ওয়ার্ন বলেছেন, 'বাবা, তোমাকে অনেক মিস করছি। আমি যদি জানতাম যে তোমার সঙ্গে আমার শেষ মুহূর্তগুলো আর আসবে না। তাহলে আমি তোমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরতাম। আমি যদি তোমাকে বলতে পারতাম যে, সবকিছু ঠিক হয়ে যাবে এবং তোমার হাত ধরতে পারতাম। তুমি সেরা বাবা। পৃথিবীর যে কেউ তোমার মতো বাবা চাইতে পারে।'
ছেলে জ্যাকসন ওয়ার্ন জানিয়েছেন, বাবাকে আরও বেশি সময় কাছে পেতে চান। যাকে খুব তাড়াতাড়ি চলে যেতে হয়েছে। তিনি আরও বলেছেন, বাবা, এটা বাস্তব বলে মনে হয় না। তোমাকে খুব তাড়াতাড়ি চলে যেতে হয়েছে। জীবন এত নিষ্ঠুর! আমি চিরকাল একসঙ্গে হাসতে এবং একে অপরের সঙ্গে মজা করে আমাদের শেষ স্মৃতিগুলো লালন করব।
ওয়ার্নের মেয়ে ব্রুক ওয়ার্ন তার প্রতিক্রিয়ায় জানিয়েছেন, বাবা, এটা বাস্তব বলে মনে হয় না... তোমাকে খুব তাড়াতাড়ি চলে যেতে হয়েছে।
ওয়ার্নের সাবেক স্ত্রী সিমোন ক্যালাহান বলেছেন, 'কিছু মানুষ পৃথিবীতে এত বেশি আলো আনেন যে, তারা চলে যাওয়ার পরও আলো থেকে যায়।'
আকিদুল ইসলাম: অস্ট্রেলিয়া প্রবাসী লেখক, সাংবাদিক
Comments