বন্ধুর বর্ণনায় শেন ওয়ার্নের শেষ মুহূর্ত
শেন ওয়ার্নের হার্ট অ্যাটাকের আগে শেষ মুহূর্তগুলোর কথা বর্ণনা করেছেন ওয়ার্নের বন্ধু টম হল। টম 'দ্য স্পোর্টিং নিউজ' ওয়েবসাইটের প্রধান নির্বাহী। ওয়ার্ন ছিলেন এই সাইটের উপদেষ্টা। টম হল, ওয়ার্ন এবং অন্যদের সঙ্গে কোহ সামুই দ্বীপের সামুজান রিসোর্টে অবস্থান করছিলেন।
দ্য স্পোর্টিং নিউজ ওয়েবসাইটে টম হল লিখেছেন, স্বাভাবিকভাবে শুরু হয়েছিল আমাদের রাত। আমরা টেলিভিশনে অস্ট্রেলিয়া এবং পাকিস্তান টেস্ট ম্যাচ দেখার উপায় খুঁজে বের করার চেষ্টা করছিলাম। কারণ থাইল্যান্ডের টিভি চ্যানেলগুলো ম্যাচটি দেখাচ্ছিল না।
টমের লেখা থেকে জানা যায়, ওয়ার্ন মারা যাওয়ার আগের রাতে সবাই একসঙ্গে অস্ট্রেলিয়া-পাকিস্তান টেস্ট দেখেছিলেন।
'টেস্টে কয়েক বল খেলা হওয়ার পর ওয়ার্ন লাফিয়ে উঠে আমাকে বলেন, বন্ধু, আমি তোমাকে একটি উপহার দিতে চাই এবং উত্তেজিতভাবে তার ঘরে চলে যান', লিখেন হল।
ওই রাতে ওয়ার্ন টম হলকে ২০০৫ সালের অ্যাশেজ টেস্ট থেকে পাওয়া তার জাম্পার, ২০০৮ সালের আইপিএল শার্ট, একটি একদিনের ম্যাচের আন্তর্জাতিক শার্ট এবং অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যের টিএসএন অফিসে রাখার জন্য পাওয়া ক্যাপ উপহার দিয়েছিলেন।
ওয়ার্নের শেষ খাবারের কথা প্রকাশ করে হল বলেন, ওয়ার্ন পুরোপুরি 'অস্ট্রেলিয়ান' ছিলেন। আমি শেনের সঙ্গে অনেক ভালো রেস্টুরেন্টে খাবার খেয়েছি। ওয়ার্ন সাধারণত অস্ট্রেলিয়ান খাবার বাছাই করেন। আমরা ওইদিন ভেজিটেবল টোস্ট খেয়েছি। এটিই তার শেষ খাবার।
'তিনি বাচ্চাদের সঙ্গে কথা বলতে তার শোবার ঘরে চলে গেলেন। আমি সেই শেষবারের মতো ওয়ার্নকে জীবিত দেখেছিলাম', লিখেন হল।
হল জানান যে, তিনি ওয়ার্নের হার্টের সমস্যা সম্পর্কে অবগত ছিলেন না। তবে পরে শুনেছেন যে, ক্রিকেটার এক বন্ধুর কাছে ওয়ার্ন তার বুকে ব্যথার কথা বলেছিলেন।
হল জানতেন, ওয়ার্নের ওজন কিছুটা বেশি হওয়ায় তিনি কঠিন ডায়েট করছিলেন। মৃত্যুর আগের ২ সপ্তাহ শেন ওয়ার্ন শুধু ফলের রস খেয়ে থেকেছেন।
আকিদুল ইসলাম: অস্ট্রেলিয়া প্রবাসী লেখক, সাংবাদিক
Comments