সয়াবিন তেলের দাম পর্যবেক্ষণে হাইকোর্টের নির্দেশনা চেয়ে রিট

বাজারে সয়াবিন তেলের দাম নিয়ন্ত্রণে মনিটরিং সেল গঠনের নির্দেশনা চেয়ে আজ রোববার হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী মনির হোসেন, সৈয়দ মহিদুল কবির ও মোহাম্মদ উল্লাহ সয়াবিন তেলের মূল্যবৃদ্ধি নিয়ে দ্য ডেইলি স্টারে ৩ মার্চ প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে জনস্বার্থে মামলা হিসেবে আবেদনটি জমা দেন।

রিট আবেদনকারী সৈয়দ মহিদুল কবির দ্য ডেইলি স্টারকে বলেন, 'হাইকোর্ট আজ বিকেলে এই আবেদনের ওপর শুনানি করতে পারেন।'

দ্য ডেইলি স্টারের প্রতিবেদনে বলা হয়, ব্যবসায়ীরা বাড়তি মুনাফার জন্য ৫ লিটারের বোতল থেকে সয়াবিন তেল বের করে খোলা তেল হিসেবে বিক্রি করছেন এবং তেলের মজুদ করে খুচরা বাজারে দাম বাড়িয়ে দিচ্ছেন।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের জেরে আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম বাড়তে থাকার সুযোগ নিয়ে কৃত্রিম সংকট তৈরি করতে শুরু করেছেন অসাধু ব্যবসায়ীরা।

বাজারে ভোজ্যতেলের দাম বেড়ে গেছে এবং খুচরা বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি হচ্ছে। ফলে, ক্রেতাদের পরিশোধ করতে হচ্ছে অন্যায্য বাড়তি মূল্য।

Comments