ক্রিকেট দেখতে দেখতেই বিদায় ওয়ার্নের
সর্বকালের সেরা লেগ স্পিনারের স্বীকৃতি পেয়েছিলেন অনেক আগেই। সেখান থেকে খোদ ক্রিকেটের বড় বিজ্ঞাপন হয়ে ওঠা শেন ওয়ার্ন পৃথিবী থেকে বিদায় নিয়েছেন টেলিভিশনে ক্রিকেট খেলা দেখতে দেখতেই।
লেগ স্পিন শিল্পকে আবার ক্রিকেটে স্থায়ী আসন করে দেওয়া এই অস্ট্রেলিয়ান কিংবদন্তী গত শুক্রবার থাইল্যান্ডে নিজ ভিলায় টেলিভিশনে অস্ট্রেলিয়া ও পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচ দেখছিলেন। সে সময় রাতের খাবারের জন্য বন্ধুদের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল তার।
ওয়ার্নকে খাবার টেবিলে দেখতে না পেয়ে বন্ধুরা তার ভিলার কক্ষে গিয়ে দেখেন, তিনি অজ্ঞান হয়ে পড়ে আছেন। এরপর অ্যাম্বুলেন্স আসতে সময় লাগে মিনিট বিশেকের মতো। ততক্ষণে বন্ধুরা ওয়ার্নের জ্ঞান ফেরানোর চেষ্টা করেন।
শেন ওয়ার্নের বন্ধু অ্যান্ড্রু নিওফেটো বলেন, 'ওয়ার্ন কথা বলার চেষ্টা করছিলেন। কিন্তু একটি কথাও বলতে পারেননি '
এখান থেকে অ্যাম্বুলেন্সে ওয়ার্নকে থাই ইন্টারন্যাশনাল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই গ্রীষ্মে ধারাভাষ্য দিতে যুক্তরাজ্যে যাওয়ার কথা ছিল শেন ওয়ার্নের। অবসরে থাইল্যান্ডের কোহ সামুইয়ের একটি ভিলায় ছুটি কাটাতে গিয়েছিলেন তিনি।
ওয়ার্নের দীর্ঘদিনের ম্যানেজার জেমস এরস্কিনও গণমাধ্যমকে জানান, ক্রিকেট খেলা দেখতে দেখতেই চির বিদায় নেন এই ক্রিকেট যাদুকর। তিনি বলেন, 'ওয়ার্ন কখনো মাদক গ্রহণ করেন নি । তিনি মাদককে ঘৃণা করতেন। তাই তার মৃত্যুর সঙ্গে অপ্রীতিকর কিছু নেই।'
এরস্কিন আরও বলেন, 'সবাই মনে করে, তিনি (শেন ওয়ার্ন) একজন মদ্যপানকারী। কিন্তু তিনি মোটেও তা নন। আমি তাকে মদের একটি ক্রেট পাঠিয়েছিলাম। ১০ বছর পর সেটি একই রকম আছে।'
ওয়ার্নের মৃত্যুকে থাই পুলিশ সন্দেহজনক হিসেবে বিবেচনা না করলেও এই ঘটনার 'পুঙ্খানুপুঙ্খ' তদন্তের ঘোষণা দেওয়া হয়েছে। তদন্তের দায়িত্বে থাকা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল চ্যাচাউইন নারকমুসিক বলেছেন, পুলিশ ওয়ার্নের বন্ধুদের সঙ্গে আরও কথা বলবে।
ওয়ার্নের মরদেহ কোহ সামুই হাসপাতালের মর্গে স্থানান্তর করা হয়েছে। ময়নাতদন্ত শেষ হলেই তা অস্ট্রেলিয়া পাঠিয়ে দেওয়া হবে।
আকিদুল ইসলাম : অস্ট্রেলিয়া প্রবাসী লেখক, সাংবাদিক
Comments