বায়ুদূষণে আয়ু কমেছে ৩ বছর!
বর্তমানে বাংলাদেশের মানুষের গড় আয়ু ৭২ দশমিক ৬ বছর। এ হিসাব বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর। গড় আয়ু বাড়ছে বলে যারা আত্মতৃপ্তিতে থাকেন তাদের জন্য দুঃসংবাদ হচ্ছে- কেবল বায়ুদূষণের কারণে আমাদের আয়ু কমে যাচ্ছে ৩ বছর করে।
যুক্তরাষ্ট্রভিত্তিক একটি সংগঠন, 'হেলথ ইফেক্টস ইনস্টিটিউট অ্যান্ড ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভালিউশন'-এর গবেষণায় বায়ুদূষণের এমন উদ্বেগজনক প্রভাবের কথা জানা গেছে।
কেন আমাদের বাতাসের মান এতটা খারাপ? এ থেকে রক্ষা পেতে কী করা যায়? সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান বায়ুর মান রক্ষায় কি করছে?
স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে বাংলাদেশের নাগরিকদের জীবনে বায়ুদূষণের প্রভাব নিয়ে দেবযানী শ্যামার সঙ্গে আলোচনায় আছেন দ্য ডেইলি স্টারের ডেপুটি চিফ রিপোর্টার মোহাম্মদ আল-মাসুম মোল্লা।
Comments