টিকটকে তারকা বানানোর প্রলোভন, ঘটছে ধর্ষণ-পাচার-ডাকাতি!
প্রযুক্তির সহজলভ্যতা মানুষের জীবনযাত্রাকে সহজ করলেও এর কিছু ক্ষতিকর দিক আছে। হাতে হাতে স্মার্টফোন থাকার কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্ত হয়ে সবাই যা খুশি শেয়ার করতে পারেন। ফলে, অনেক সময় সংঘটিত হচ্ছে অপরাধ।
খ্যাতির নেশায় টিকটকের মতো অ্যাপ ব্যবহার করে কিশোর ও তরুণরা জড়িয়ে পড়ছেন অপরাধে। এর প্রভাবে বাড়ছে সামাজিক অবক্ষয়।
সামাজিক মাধ্যম টিকটক ব্যবহারে ঘটানো সাম্প্রতিক কিছু অপরাধমূলক ঘটনার পরিপ্রেক্ষিতে আজকের স্টার ক্রাইম ফাইলস।
Comments