করোনায় আক্রান্ত অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন।
গতকাল মঙ্গলবার রাতে স্কট মরিসন সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতিতে জানিয়েছেন, একটি পিসিআর পরীক্ষার পর পজিটিভ ফল এসেছে।
বিবৃতিতে তিনি বলেন, 'আমি স্বাস্থ্য নির্দেশিকা অনুসরণ করে যাচ্ছি এবং সিডনিতে আমার বাড়িতে আইসোলেশনে আছি।'
স্ত্রী জেনি মরিসন এবং সন্তানদের কোভিড-১৯ পরীক্ষায় নেগেটিভ ফল এসেছে। তবে নিউ সাউথ ওয়েলসের পারিবারিক যোগাযোগের নিয়ম অনুসারে তারা ৭ দিনের জন্য আইসোলেশনে থাকবেন।
গতকাল রাতে প্রধানমন্ত্রীর সিডনি অপেরা হাউসে একটি ইভেন্টে উপস্থিত হওয়ার কথা ছিল। সেখানে ল্যান্ডমার্কের পালগুলো ইউক্রেনের পতাকার রঙে আলোকিত হয়েছিল। কিন্তু করোনায় আক্রান্ত হবার পর তিনি সেখানে অংশগ্রহণ করেননি।
প্রধানমন্ত্রী জানিয়েছেন, আইসোলেশনে থেকে তিনি রাষ্ট্রীয় কাজ চালিয়ে যাবেন।
আকিদুল ইসলাম: অস্ট্রেলিয়া প্রবাসী লেখক, সাংবাদিক
Comments