পিএসসির বিভিন্ন নিয়োগ কার্যক্রম দ্রুত শেষ করার নির্দেশ রাষ্ট্রপতির

৪৩তম বিসিএসের ফল প্রকাশ
ছবি: সংগৃহীত

বিভিন্ন নিয়োগ কার্যক্রম দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করতে সরকারি কর্ম কমিশন (পিএসসি)-কে নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

আজ সন্ধ্যায় পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে কমিশনের বার্ষিক প্রতিবেদন-২০২১ পেশ করতে গেলে রাষ্ট্রপতি এ নির্দেশনা দেন।

সাক্ষাতে পিএসসি চেয়ারম্যান বার্ষিক প্রতিবেদনের বিভিন্ন দিক এবং কমিশনের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে জানান। 

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বাছাই পরীক্ষা বিকেন্দ্রীকরণ এবং করোনাকালে চিকিৎসকসহ জরুরি প্রয়োজনে স্বল্প সময়ের মধ্যে নিয়োগের সুপারিশ করায় পিএসসিকে ধন্যবাদ জানান।

চাকরি প্রার্থীদের দুর্ভোগ লাঘবে আগামীতে পরীক্ষাকেন্দ্র বিকেন্দ্রীকরণের এ প্রক্রিয়া আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি। এ ছাড়া বিসিএস পরীক্ষার ফরম পূরণসহ অন্যান্য কার্যক্রম সহজ করতে এবং পরীক্ষা কার্যক্রমের সব স্তরে তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়ানোরও নির্দেশনা দেন রাষ্ট্রপতি।

এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন ও মো. ওয়াহিদুল ইসলাম খান সচিব (সংযুক্ত) উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English

Grim discovery: Five bodies found on vessel in Meghna

The incident had occurred on the Meghna river under Chandpur Sadar upazila in an area adjacent to Shariatpur

52m ago