ইউক্রেন বন্দরে ২৯ বাংলাদেশি নাবিক নিয়ে আটকা 'বাংলার সমৃদ্ধি'

ছবি: সংগৃহীত

ইউক্রেনের অলভিয়া সমুদ্রবন্দরে আটকে পড়েছেন ২৯ জন বাংলাদেশি নাবিক। বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ 'বাংলার সমৃদ্ধি' রাশিয়ার হামলা শুরুর আগে ইউক্রেনের ওই বন্দরে পৌঁছায়।

এরপর থেকেই ২৯ জন বাংলাদেশি নাবিকসহ জাহাজটি সেখানে আটকে আছে।

বাংলাদেশ শিপিং করপোরেশনের মহাব্যবস্থাপক ক্যাপ্টেন মুজিবুর রহমান দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'গত ২১ ফেব্রুয়ারি জাহাজটি তুর্কি বন্দর এরেগলি ছেড়ে যায় এবং ২৩ ফেব্রুয়ারি ইউক্রেনের বন্দর অলিভিয়ায় পৌঁছে। জাহাজটি সেখানে পৌঁছানোর পর পরিস্থিতির অবনতি হলে আমরা বন্দর থেকে পণ্য লোড করার পরিকল্পনা বাতিল করে দিই এবং জাহাজের মাস্টারকে অবিলম্বে বন্দর ছেড়ে আন্তর্জাতিক সমুদ্রে পৌঁছাতে বলি।'

'কিন্তু বন্দরের ছাড়পত্র পেতে কিছুটা সময় লেগেছিল এবং ততক্ষণে রাশিয়ার হামলার কারণে বন্দরের সব কার্যক্রম বন্ধ হয়ে যায়। তাই জাহাজটি বন্দর ছেড়ে যেতে পারেনি।'

তিনি জানান, আটকে পড়া ২৯ নাবিক নিরাপদে আছেন। তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।

'জাহাজে কমপক্ষে ৪০ দিনের জন্য পর্যাপ্ত খাবার ও পানি রয়েছে, যেগুলো সর্তকতার সঙ্গে ব্যবহারের জন্য অনুরোধ করা হয়েছে,' বলেন তিনি।

Comments

The Daily Star  | English
NBR to become separate specialised agency

NBR officials withdraw complete shutdown programme

However, the non-cooperation programme with the NBR chairman will continue

16m ago