আফগানরাও ভাবছে না সাকিব-তামিম-মুশফিকদের নিয়ে

ছবি: ফিরোজ আহমেদ

আফগানিস্তানের মূল শক্তি স্পিনাররা। কিন্তু তাদের আলাদা করে না ভেবে পুরো দল নিয়েই ভাবছে বাংলাদেশ। তেমনি বাংলাদেশের মূল শক্তির জায়গা অভিজ্ঞ খেলোয়াড়রা। সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহদের যে কেউই বদলে দিতে পারেন ম্যাচের রং। তবে বাংলাদেশের অভিজ্ঞতাকে নিয়ে আলাদা কোনো ভাবনাই নেই আফগানদের। নিজেদের নিয়েই ভাবছেন তারা।

তরুণ মাঝে মধ্যে জ্বলে উঠলেও বাংলাদেশের অধিকাংশ জয়ের নায়কই অভিজ্ঞ ক্রিকেটাররা। সেই খেলোয়াড়রা স্বাভাবিকভাবেই হুমকি হতে পারেন আফগানদের জন্য। স্বাভাবিকভাবেই তাদের নিয়ে প্রশ্ন রাখা সংবাদ সম্মেলনে। কিন্তু টাইগারদের অভিজ্ঞতা নিয়ে কোনো ভাবনাই আফগান অধিনায়ক হাসমতউল্লাহ শহিদির, আমি আসলেই আমাদের শক্তি, আমাদের খেলোয়াড়দের নিয়ে চিন্তা করি। প্রতিটি বিভাগ বিবেচনা করে আমাদের একটি ভালো দল আছে। আমি তাদের সম্পর্কে আত্মবিশ্বাসী। আশা করছি, আমরা আমাদের সেরাটা দেব।'

বিশেষ কাউকে আলাদা গুরুত্ব না দিয়ে প্রত্যেক খেলোয়াড় নিয়েই পরিকল্পনা করেছেন বলে জানান অধিনায়ক, 'সত্যি বলতে, আমরা পুরো দল নিয়েই ভাবি। আমরা তাদের সম্পর্কে কী পরিকল্পনা করেছি তা আমাদের পরিকল্পনার ভিতরেই আছে। আমরা প্রত্যেকের জন্য পরিকল্পনা করেছি, আমরা তাদের শক্তি এবং দুর্বলতা জানি।'

বাংলাদেশের বিপক্ষে বরাবরই সফল আফগান স্পিনাররা। মোহাম্মদ নবি এর আগের আট মোকাবেলার সবগুলো ম্যাচে খেলে পেয়েছেন ১২টি উইকেট। তবে বাংলাদেশের মাঠে আরও বেশি জ্বলে ওঠেন তিনি। চার ম্যাচে নিয়েছেন নয়টি উইকেট। রশিদ খান খেলেছেন ছয়টি ম্যাচ। তাতে পেয়েছেন ১০ উইকেট। বাংলাদেশের মাঠে সাত উইকেট পান তিন ম্যাচ খেলে। অন্যদিকে মুজিব এবারই প্রথম বাংলাদেশের মাঠে খেলবেন। টাইগারদের বিপক্ষে তিন ম্যাচ খেলে ছয়টি উইকেট নিয়েছেন এ স্পিনার।

তাই নিজেদের স্পিনাররা এবারও এমন কিছুই করবে বলে বিশ্বাস করেন হাসমত। আর এমনটা হলে টাইগারদের হারানো কঠিন কিছু হবে না বলেই মনে করেন আফগান অধিনায়ক, 'আমাদের ভালো স্পিন আক্রমণ আছে। বাংলাদেশের উইকেটে স্পিন বোলিং খুব ভালো করে। সুতরাং, আমি এতে আত্মবিশ্বাসী এবং আশা করি এটি আমাদের জন্য একটি ভালো কিছু হবে।'

এছাড়াও বাংলাদেশের জন্য মাথাব্যাথার কারণ হয়ে উঠতে পারেন টাইগারদের সাবেক কোচ স্টুয়ার্ট ল। বর্তমানে আফগান শিবিরে আছেন এ অস্ট্রেলিয়ান। বাংলাদেশের দুর্বলতা সম্পর্কে পরামর্শ দিয়ে পার্থক্য গড়ে দিতে পারেন বলেই মনে করেন হাসমত, 'তিনি সব বিষয়ে জানেন। পিচ ও গ্রাউন্ড সম্পর্কে তিনি যা জানেন তা আমাদের বলেছেন এবং আমি তা অনুসরণ করছি। (পার্থক্য গড়ে দিতে পারেন) কারণ তিনি সবকিছু সম্পর্কে জানেন।'

Comments

The Daily Star  | English

Hasina’s extradition: Dhaka to remind Delhi after certain time

Bangladesh is expecting a reply from India regarding its request for former Prime Minister Sheikh Hasina's extradition and will send a reminder after a certain period if no reply is received from New Delhi, said a spokesperson today

57m ago