৬ বলে ১২ রানের চ্যালেঞ্জ দিলেন তামিম, নিলেন না আফিফ
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সকাল ১০টা থেকে শুরু হলো বাংলাদেশ দলের অনুশীলন। সতীর্থদের সঙ্গে অধিনায়ক তামিম ইকবাল চলে এলেন মাঠে। আগামীকাল বুধবার আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেকে সামনে রেখে নেটে চলল তার ব্যাটিং অনুশীলন। এই বাঁহাতি তারকা ওপেনার সামলালেন আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজদের স্পিন বোলিং।
মঙ্গলবারের অনুশীলনের এক পর্যায়ে আফিফকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন সাত মাস ধরে জাতীয় দলের জার্সিতে কোনো ম্যাচ না খেলা তামিম। বলে ওঠেন, 'একটা গেম। তোর ৬ বল, আমার ১২ রান। জিতলে ব্যাট।'
অর্থাৎ আফিফের এক ওভারের অফ স্পিনে তামিম যদি ১২ রান আদায় করতে না পারেন, তাহলে চ্যালেঞ্জে হারার ফল হিসেবে তিনি জুনিয়র সতীর্থকে দেবেন ব্যাট। তবে আফিফ সেই প্রস্তাবে সাড়া দেননি।
তামিম এরপর বাড়িয়ে দেন বাজির দর। আফিফকে প্রভাবিত করতে বলে ওঠেন, 'জিতলে দুইটা ব্যাট (পাবি)। ১২ রান। দুইটা ব্যাট।'
তবুও মনে গলেনি আফিফের। হাসতে হাসতে জানিয়ে দেন, 'আমি খেলব না, ভাই।'
শেষ পর্যন্ত আর ৬ বলে ১২ রানের চ্যালেঞ্জে আফিফকে টেনে আনতে পারেননি তামিম। তবে চালিয়ে যান নিজেকে ঝালাইয়ের কাজ।
এর আগে সকালে মাঠে পৌঁছে উইকেটের দিকে হেঁটে যান তামিম। সেখানে ছিলেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। উইকেট নিয়ে আলাপ চলে দুজনের মধ্যে। পরে প্রেস বক্সের ডানদিকের নেটে তিনি শুরু করেন ব্যাটিং অনুশীলন। সেখানে তার বিপক্ষে বল ছোঁড়েন বাংলাদেশ দলের থ্রোয়াররা। অল্প কিছুক্ষণ কাটিয়ে উত্তর দিকের নেটে চলে যান। সেদিকে স্পিনারদের মোকাবিলা করেন তিনি।
আফগানিস্তান দলে মানসম্পন্ন স্পিনারদের ছড়াছড়ি। রশিদ খান, মোহাম্মদ নবি, মুজিব উর রহমানের মতো বোলাররা আছেন। তাদের কথা মাথায় রেখেই হয়তো ঘূর্ণি বলের অনুশীলনে বাড়তি মনোযোগ ছিল তার।
তামিমের পাশের নেটে ব্যাট করছিলেন ইয়াসির আলী চৌধুরী রাব্বি। অভিষেকের অপেক্ষায় আছেন এই মিডল অর্ডার ব্যাটার। তিনি মুখোমুখি হচ্ছিলেন পেসারদের। নিজে অনুশীলনের পাশাপাশি ইয়াসিরকেও পরামর্শ দিতে দেখা যায় তামিমকে।
গত বছরের জুলাইতে বাংলাদেশের হয়ে সবশেষ ম্যাচটি খেলেছিলেন তামিম। জিম্বাবুয়ে সফরে ওয়ানডেতে মাঠে নেমেছিলেন তিনি। এরপর টাইগাররা টি-টোয়েন্টি ও টেস্ট খেললেও দুই সংস্করণের কোনোটিতেই তাকে দেখা যায়নি। টি-টোয়েন্টি থেকে নিজের ইচ্ছায় দূরে সরে আছেন তিনি। পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে পারেননি চোটের কারণে।
Comments