ওয়ানডে দলে ডাক পেয়ে চমকে গিয়েছিলেন ইবাদত
বরাবর দীর্ঘ পরিসরের ক্রিকেটেই বিবেচিত হয়ে আসছেন ইবাদত হোসেন। বিপিএলের কারণে ঘরোয়া টি-টোয়েন্টিতেও তার উপস্থিতি ছিল সরব। তবে ৫০ ওভারের ক্রিকেট তিনি খেলেছেন খুব কম। মাত্র ১১টি লিস্ট-এ খেলার অভিজ্ঞতা নিয়ে ডাক পড়েছে ওয়ানডে দলে। জানালেন ওয়ানডেতে ডাক পাওয়া তার নিজের কাছেও ছিল চমকের।
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে বাংলাদেশের পেস আক্রমণে মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলামের সঙ্গে আছেন ইবাদত।
সিরিজ খেলতে দলের সঙ্গে এখন চট্টগ্রামে আছেন তিনি। রোববার বিকেলে অনুশীলন করলেও সোমবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে হোটেলে ছুটি পার করছেন ক্রিকেটাররা। হোটেল থেকে পাঠানো ভিডিও বার্তায় এই সংস্করণে আনকোরা থাকা ইবাদত জানালেন তার নিজের কাছেও ডাকটা এসেছিল চমক হিসেবে, 'আলহামদুলিল্লাহ যে প্রথমবার ওয়ানডে দলে সুযোগ পেয়েছে। সারপ্রাইজ হয়েছি প্রথম যখন শুনেছি যে আমি ওয়ানডে দলে সুযোগ পেয়েছি। আমি ভাল করার চেষ্টা করব।'
ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের দল মিনিস্টার ঢাকার হয়েই এবার বিপিএল খেলেন ইবাদত। জানালেন, অধিনায়কের প্রেরণা পেয়েছেন সেখান থেকেই। তবে ইবাদত জানেন তার সামনে অপেক্ষায় নতুন চ্যালেঞ্জ। টেস্টের বোলিং লেন্থ থেকে কিছুটা ভিন্নতা আনতে হবে এবার, 'টেস্টে সারাদিন এক জায়গায় বল করার সামর্থ্য থাকতে হয়, এখানে (ওয়ানডে) একটু ভিন্ন। চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব মানিয়ে নেওয়ার। চেষ্টা করব নতুন বলটা ব্যবহার করার।'
ডানহাতি গতিময় এই পেসারের আশা আফগানদের বিপক্ষে বাংলাদেশকে জেতাবেন পেসাররাই, 'এখানে যে তিনটা ম্যাচ আছে অন্তত এক-দুইটা ম্যাচ আমরা পেস বোলাররা জেতাব ইনশাল্লাহ। আমাদের পেস বোলিং বিভাগের খুব ভাল সময় যাচ্ছে। আশা করব সব ম্যাচেই ডমিনেট করার।'
চলতি বছরের শুরুতে দেশের ক্রিকেটকে সেরা সাফল্য এনে দেন ইবাদতই। নিউজিল্যান্ডের মাঠে টেস্টে দলকে পাইয়ে দেন স্মরণীয় জয়। ৪৬ রানে ৬ উইকেট তুলে হন ম্যাচ। সেরা। সেই আত্মবিশ্বাস বয়ে বেড়িয়ে আফগান সিরিজেও আলো ছড়ানোর লক্ষ্য তার, 'বছরের শুরুটা ভালোভাবে শুরু করেছি। নিউজিল্যান্ডকে হারিয়েছি ওদের মাঠে। বিপিএল খেলেছি, বিপিএলেও অনেক আত্মবিশ্বাসী ছিলাম। সেই আত্মবিশ্বাসটা আফগানিস্তান সিরিজে কাজে লাগাতে চাই।'
Comments