পর্যটকদের জন্য ২ বছর পর খুলল অস্ট্রেলিয়ার দরজা
করোনাভাইরাস মহমারির জন্য আরোপিত বিধিনিষেধের কারণে ২ বছর বন্ধ থাকার পর আজ সোমবার পর্যটকদের জন্য অস্ট্রেলিয়ার সীমান্ত খুলে দেওয়া হয়েছে।
এদিন স্থানীয় সময় ভোর ৬টায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস থেকে পর্যটকবাহী একটি বিমান সিডনি বিমানবন্দরে পৌঁছায়। এ সময় পর্যটকদের স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন ফেডারেল পর্যটনমন্ত্রী ড্যান তেহান।
স্থানীয় গণমাধ্যমকে মন্ত্রী বলেন, 'আমাদের পর্যটন শিল্প এবং এতে নিযুক্ত ৬ লাখ ৬০ হাজার লোকের জন্য এটি একটি দুর্দান্ত ও বিস্ময়কর খবর।'
এদিন সকালে বিমানবন্দরে প্রিয়জনদের স্বাগত জানাতে আসা অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন। সেখানে মেয়ের জন্য অপেক্ষারত সিডনির বাসিন্দা অ্যান্ডারসন বলেন, 'আমি তাকে (মেয়েকে) আড়াই বছর ধরে দেখিনি। আমি খুবই উত্তেজিত।'
অস্ট্রেলিয়ার গণমাধ্যমের দেওয়া তথ্য অনুসারে, পুরনায় সীমান্ত খুলে দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে অস্ট্রেলিয়ায় মোট ৫৬টি ফ্লাইট অবতরণ করবে বলে আশা করা হচ্ছে। যা স্বাভাবিক সময়ের তুলনায় খুবই কম।
এ বিষয়ে দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেন, 'কোনো সন্দেহ নেই যে, সময়ের সঙ্গে সঙ্গে ফ্লাইটের সংখ্যা আরও বাড়বে'।
এর আগে গতকাল সীমান্ত খুলে দেওয়া উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্কট মরিসন পর্যটকদের উদ্দেশ্য করে বলেছিলেন, 'প্রতীক্ষার অবসান হয়েছে। আপনার ব্যাগ প্যাক করুন এবং সঙ্গে অর্থ আনতে ভুলবেন না। কারণ অর্থ ব্যয়ের জন্য আপনি প্রচুর জায়গা পাবেন।'
আকিদুল ইসলাম: অস্ট্রেলিয়া প্রবাসী লেখক, সাংবাদিক
Comments