ওয়ানডে সিরিজে টিকেটের সর্বনিম্ন মূল্য ১৫০ টাকা

Bangladesh cricket team
ছবি: ফিরোজ আহমেদ

বাংলাদেশ ও আফগানিস্তানের আসন্ন ওয়ানডে সিরিজের জন্য টিকেট বিক্রি করবে বিসিবি। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের গ্যালারিতে বসে খেলা দেখতে টিকেটের জন্য সর্বনিম্ন খরচ করতে হবে ১৫০ টাকা। আর টিকেটের সর্বোচ্চ মূল্য ধরা হয়েছে ১০০০ টাকা।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিকেট বিক্রির খবর জানিয়েছে বিসিবি। আগামী ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে টিকেট বিক্রি। চট্টগ্রাম জেলার সাগরিকার বিটাক মোড়ের বুথ থেকে টিকেট কিনতে পারবেন ভক্ত-সমর্থকরা।

সিরিজের তিন ম্যাচের প্রতিটি মাঠে গড়ানোর আগের দিন বিক্রি করা হবে টিকেট। সকাল ৯টায় শুরু হয়ে যা শেষ হবে সন্ধ্যা ৬টায়। প্রাপ্যতা অনুসারে ম্যাচের দিনও টিকেট বিক্রি করা হতে পারে। তবে ঠিক কত হাজার টিকেট ছাড়া হচ্ছে বন্দর নগরীর ক্রিকেটপ্রেমীদের জন্য তা জানায়নি বিসিবি।

পূর্ব দিকের গ্যালারির টিকেটের দাম ধরা হয়েছে সবচেয়ে কম, ১৫০ টাকা। ক্লাবহাউজের টিকেটের মূল্য ৩০০ টাকা, আন্তর্জাতিক স্ট্যান্ডের ৫০০ টাকা। সবচেয়ে বেশি দাম রুফটপের টিকেটের, ১০০০ টাকা।

এর আগে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে দর্শক বাড়ানোর চেষ্টার কথা জানান বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু। তাদের চাওয়া, অন্তত ৫০ ভাগ দর্শক যেন থাকে মাঠে। তবে সরকার থেকে এখন পর্যন্ত তারা যে নির্দেশনা পেয়েছেন, তাতে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অন্তত তিন-চার হাজার দর্শক খেলা দেখতে পারবেন।

আগামী ২৩, ২৫ ও ২৮ ফেব্রুয়ারি হবে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো। এই সিরিজটি আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ। বাংলাদেশ রয়েছে পয়েন্ট তালিকার দুইয়ে। ১২ ম্যাচে ৮ জয়ে তাদের অর্জন ৮০ পয়েন্ট।

Comments

The Daily Star  | English
Impact of dollar crisis

As dollar jumps, old inflation battle to get tougher in new year

After a four-month lull, US dollar prices made an abrupt jump in December, making imports more expensive and pushing up business costs.

11h ago