আফগানিস্তান সিরিজে আরও বেশি দর্শক চায় বিসিবি
করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাবে এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গ্রুপ পর্বে দর্শক ঢোকা নিয়ে ছিল নিষেধাজ্ঞা। তবে শেষ ভাগে এসে নকআউট পর্বে সীমিত সংখ্যক দর্শক ঢোকার অনুমতি মিলেছিল। সে ধারায় আফগানিস্তান সিরিজেও থাকবে দর্শক। তবে সে সংখ্যাটা বাড়ানোর চেষ্টা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিপিএলের শুরুতে দর্শক উপস্থিতির কথা ছিল। কিন্তু ওমিক্রন বেড়ে যাওয়ায় সে পরিকল্পনা ভেস্তে যায় বিসিবির। প্লে অফ পর্বে সরকারের সবুজ সংকেত পায় বিসিবি। তবে সংখ্যাটা ছিল বেশ সীমিত। ২৬ হাজার ধারণ ক্ষমতার স্টেডিয়ামে তিন-চার হাজার দর্শক ঢোকার অনুমতি পেয়েছিল। এবার কিছু হলেও বাড়ছে সে সংখ্যা।
এবার সে সংখ্যাটা বাড়াতে চায় বিসিবি। এ নিয়ে সরকারের সঙ্গে আলোচনা চলছে বলেই জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ (টিটু), 'আমরা সরকার থেকে যে নির্দেশনা পেয়েছিলাম তাতে ৩-৪ হাজার দর্শককে মাঠে খেলা দেখতে দেওয়ার অনুমতি ছিল। এ ব্যাপারে সরকারের সঙ্গে কথাবার্তা চলছে। আমাদের বোর্ড সভাপতি এ বিষয়ে প্রচুর পরিশ্রম করছেন। আমরা চাচ্ছি অন্তত ৫০ ভাগ দর্শক যেন থাকে।'
তবে শেষ পর্যন্ত ইতিবাচক সাড়া না পেলেও বিপিএলের মতো এবারও সীমিত সংখ্যক দর্শক থাকবে মাঠে। পরিমাণ উল্লেখ করে এ প্রসঙ্গে টিটু বলেন, 'সরকার থেকে আমরা যে নির্দেশনা পেয়েছি তাতে চট্টগ্রামে অন্তত তিন-চার হাজার আর ঢাকায় অন্তত হাজার পাঁচেক দর্শক যেন থাকে এরকম একটা আলোচনা হয়েছে। তারপরও চেষ্টা চলছে। সরকারের কাছ থেকে ভালো সিদ্ধান্ত পেলে অন্তত ৫০ শতাংশ দর্শককে খেলা দেখার সুযোগ করে দিতে পারি কি না। এটা না হলেও চট্টগ্রামে অন্তত তিন-চার হাজার আর ঢাকায় পাঁচ-ছয় হাজার দর্শক থাকবে।'
বিপিএলে সাধারণ ক্রিকেট ভক্তদের টিকেট সংগ্রহ নিয়ে অবশ্য অনেক ধোঁয়াশা ছিল। বিসিবি থেকে ফ্র্যাঞ্চাইজিদের দেওয়া হলেও তার প্রায় অধিকাংশই চলে যায় কালোবাজারিদের হাতে। আফগান সিরিজের জন্যও টিকেট বিক্রির বিষয়টি চূড়ান্ত করেনি বিসিবি। তবে খুব শীগগিরই তা জানিয়ে দেওয়া হবে বলেই জানান টিটু, 'এটা (টিকেট বিক্রি) এখনও চূড়ান্ত হয়নি। বিপিএলে যেমনটা আমরা একদিন আগে জানতে পেরেছি যে কারণে তখন টিকেট বিক্রির বিষয়টি বা ওইভাবে বণ্টন করা সম্ভব হয়নি। আমরা ফ্যাঞ্চাইজিদের দিয়েছিলাম। এখন যেহেতু সময় পেয়েছি আমরা চূড়ান্ত করে দুই একদিনের মধ্যেই আপনাদের জানাবো।'
Comments