বাংলাদেশ সফরে টাইগারদের সাবেক কোচের অধীনে খেলবে আফগানিস্তান
২০১১-১২ সালে বাংলাদেশের প্রধান কোচের দায়িত্বে ছিলেন স্টুয়ার্ট ল। তার অধীনে প্রথমবার এশিয়া কাপের ফাইনালে খেলেছিল টাইগাররা। সাবেক এই অস্ট্রেলিয়ান ব্যাটার ফিরেছেন বাংলাদেশে। তবে এবার প্রতিপক্ষ হিসেবে। আসন্ন সাদা বলের দুই সংস্করণের সিরিজের জন্য তাকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে আফগানিস্তান।
শনিবার আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে লকে বাংলাদেশ সফরে দায়িত্ব দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তারা আরও জানিয়েছে, নতুন স্থায়ী কোচ নিয়োগের প্রক্রিয়া চলছে।
দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার ল্যান্স ক্লুজনারের স্থলাভিষিক্ত হয়েছেন ল। গত সেপ্টম্বরে বোর্ডের সঙ্গে পারস্পরিক সমঝোতার মাধ্যমে মোহাম্মদ নবি, রশিদ খান, মুজিব উর রহমানদের প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান ক্লুজনার।
ইতোমধ্যে ল বাংলাদেশে পৌঁছেছেন বলে জানিয়েছে এসিবি। বিবৃতিতে তারা লিখেছে, 'অস্ট্রেলিয়ার সাবেক মিডল অর্ডার ব্যাটার স্টুয়ার্ট লকে বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য ছেলেদের জাতীয় ক্রিকেট দলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে ঘোষণা করা হয়েছে।'
বাংলাদেশের কোচ হিসেবে মাত্র নয় মাস কাজ করেছিলেন ল। পারিবারিক কারণ দেখিয়ে সরে দাঁড়িয়েছিলেন তিনি। এরপর ২০১৬ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ দলের টেকনিক্যাল উপদেষ্টা ছিলেন তিনি।
খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর কোচিংয়ে যুক্ত হন ল। ২০১১ ওয়ানডে বিশ্বকাপের আগে শ্রীলঙ্কার অন্তর্বর্তীকালীন কোচ হয়েছিলেন তিনি। এরপর ২০১৭ সালে ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ হিসেবে দুই বছরের জন্য নিয়োগ পেয়েছিলেন তিনি। এর আগে অস্ট্রেলিয়ার পরামর্শক হিসেবে তিনি কাজ করেছিলেন ২০১৬ সালে।
এবারের বাংলাদেশ সফরে তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে আফগানরা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামী ২৩, ২৫ ও ২৮ ফেব্রুয়ারি হবে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো। এই সিরিজটি আইসিসি বিশ্বকাপ সুপার লিগের অংশ। এরপর টি-টোয়েন্টি সিরিজ হবে ঢাকায়। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আগামী ৩ ও ৫ মার্চ মাঠে গড়াবে ম্যাচ দুটি।
Comments