আফগানিস্তান সিরিজ সামনে রেখে ফিরেছেন ডমিঙ্গো
ছুটি কাটিয়ে বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর ফেরা নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল। ব্যাটিং কোচের পদ থেকে অ্যাশওয়েল প্রিন্সের আকস্মিক পদত্যাগ অনিশ্চয়তা বাড়িয়েও দেয়। তবে শঙ্কা কাটিয়ে আফগানিস্তান সিরিজের আগে সময়মতই বাংলাদেশে পৌঁছেছেন ডমিঙ্গো।
বাংলাদেশের দক্ষিণ আফ্রিকান কোচ দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন শনিবার সকালে ঢাকায় পৌঁছেছেন তিনি, 'আজ সকালেই ঢাকায় নেমেছি। আমি ভালো আছি। সব ঠিকাছে। আশা করছি সামনের সময়টা ভালো কাটবে।'
গত ১০ ফেব্রুয়ারি ব্যাটিং কোচের পদ থেকে প্রিন্সের পদত্যাগের পর নিজের ফেরা নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়েছিলেন ডমিঙ্গো। যোগাযোগ করা হলে বলেছিলেন, ছুটি কাটিয়ে কবে ফিরবেন তা নিশ্চিত না।
তবে বিসিবি বলছিল, ১৯ ফেব্রুয়ারি ফেরার সূচি প্রধান কোচের। সেই অনুযায়ী ফিরলেন তিনি। নিয়ম অনুযায়ী কোভিড-১৯ পরীক্ষার ফল নেগেটিভ এলে রোববার সকালে দলের সঙ্গেই চট্টগ্রাম যাবেন তিনি।
২৩ ফেব্রুয়ারি চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে। ২৫ ও ২৮ ফেব্রুয়ারি একই ভেন্যুতে বাকি দুই ম্যাচ। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ৩ ও ৫ মার্চ হবে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
এই সিরিজে ব্যাটিং কোচ হিসেবে দলের সঙ্গে কাজ শুরু করার কথা বাংলাদেশের সাবেক কোচ জেমি সিডন্সের। গত ২ ফেব্রুয়ারি ঢাকায় আসার পর বিপিএলের খেলা দেখেছেন তিনি। সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আইসোলেশনে আছেন এই কোচ।
Comments