অস্ট্রেলিয়া থেকে নির্বাসনের পর জোকোভিচের প্রথম সাক্ষাৎকার

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়া থেকে নির্বাসিত হওয়ার পর প্রথমবারের মতো মিডিয়ার কাছে মুখ খুললেন বিশ্বসেরা টেনিস তারকা নোভাক জোকোভিচ।

বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে জোকোভিচ অস্ট্রেলিয়া থেকে তাকে 'ভুল সিদ্ধান্তে' নির্বাসিত করা ও বর্তমানে টিকা বিষয়ে তার অবস্থান স্পষ্ট করেছেন।

জোকোভিচকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি ভ্যাকসিনের বিষয়ে তার অবস্থান নিয়ে উইম্বলডন ও ফ্রেঞ্চ ওপেনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা।

বিশ্ব টেনিসের নম্বর ওয়ান নোভাক জোকোভিচ বলেছেন, বিশ্ব টুর্নামেন্টে কোভিড-১৯ এর টিকা না থাকার কারণে অনুপস্থিত হওয়া হলো 'মূল্য'।

'হ্যাঁ, এটাই সেই মূল্য যা আমি দিতে ইচ্ছুক' উল্লেখ করে তিনি বলেছেন, 'আমার শরীরের সিদ্ধান্ত নেওয়ার নীতিগুলো যেকোনো কিছুর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমি যতটা সম্ভব আমার শরীরের সঙ্গে তাল মিলিয়ে চলার চেষ্টা করছি।'

অস্ট্রেলিয়ায় ভিসা বাতিল সম্পর্কে তিনি বলেন, 'অস্ট্রেলিয়ান পুরো প্রক্রিয়ায় কেউই আমাকে আমার অবস্থান বা টিকা সম্পর্কে আমার মতামত জিজ্ঞাসা করেননি। তাই এটা সত্যিই দুর্ভাগ্যজনক যে এই ধরনের ভুল ধারণা এবং ভুল উপসংহার বিশ্বজুড়ে তৈরি হয়েছে।'

তার মতে, 'আমি কখনো বলিনি যে আমি টিকাবিরোধী আন্দোলনের অংশ।'

'আমি কখনই টিকা দেওয়ার বিরুদ্ধে ছিলাম না। আমি বুঝতে পারি যে বিশ্বব্যাপী সবাই এই ভাইরাসটি নির্মূল করার জন্য বড় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং আশা করছি, খুব শিগগিরই এই ভাইরাসের অবসান হবে,' যোগ করেন জোকোভিচ।

জোকোভিচ বলেছেন যে তিনি ভবিষ্যতে টিকা দেওয়ার সম্ভাবনা সম্পর্কে তার মন উন্মুক্ত রাখছেন। তিনি বলেন, 'আমরা সবাই সম্মিলিতভাবে কোভিড শেষ করার সর্বোত্তম সম্ভাব্য সমাধান খুঁজে বের করার চেষ্টা করছি।'

সার্বিয়ান টেনিস সুপারস্টার স্পষ্ট করে বলেছেন, 'লোকেরা সম্ভবত যা জানে না তা হলো যে, আমাকে অস্ট্রেলিয়া থেকে নির্বাসিত করা হয়নি এই ভিত্তিতে যে আমার টিকা দেওয়া হয়নি বা আমি কোনো নিয়ম ভঙ্গ করেছি বা আমি আমার ভিসা ঘোষণায় ত্রুটি করেছি। এই সব কিছুই আসলে ঘটেনি। মূলত অস্ট্রেলিয়ার ফেডারেল কোর্ট ও ইমিগ্রেশনমন্ত্রী তাদের বৈধ ক্ষমতা ব্যবহার করেছিল।'

তিনি আরও বলেন, 'অভিবাসনমন্ত্রী তার এক "ধারণা"র ভিত্তিতে আমার ভিসা বাতিল করেছিলেন। তিনি ধারণা করেছিলেন যে, আমি ওই দেশে বা শহরে ভ্যাকসিনবিরোধী মনোভাব তৈরি করতে পারি, যার সঙ্গে আমি সম্পূর্ণরূপে একমত নই।'

অস্ট্রেলিয়ান ওপেনের একদিন আগে ফেডারেল কোর্টের পূর্ণ ৩ বিচারকের বেঞ্চে জোকোভিচের ভিসা বাতিলের বিরুদ্ধে করা আপিলের শুনানি হয়েছিল। এই বেঞ্চে ছিলেন প্রধান বিচারপতি জেমস অ্যালসপ, বিচারপতি অ্যান্থনি বেসাঙ্কো এবং বিচারপতি ডেভিড ও'কলাগান।

রায়ে প্রধান বিচারপতি অলসপ বলেছিলেন, 'বেঞ্চের ৩ বিচারক সর্বসম্মতিক্রমে সরকার কর্তৃক জোকোভিচের ভিসা বাতিলকে বহাল রাখার রায় দিয়েছেন।'

রায়ে তারা আরও বলেছিলেন, এমন প্রমাণ পাওয়া গেছে যে জোকোভিচ সম্প্রতি কোভিড-১৯ পজিটিভ থাকাকালে মাস্ক না পরেই নানা কাজে অংশ নিয়ে বিদেশে যুক্তিসঙ্গত জনস্বাস্থ্য ব্যবস্থাকে উপেক্ষা করেছিলেন।'

বিবিসিকে জোকোভিচ বলেছেন, 'অস্ট্রেলিয়ায় আমার উপাখ্যানটি যেভাবে শেষ হয়েছে তাতে আমি সত্যিই দুঃখিত ও হতাশ ছিলাম। এটা আমার জন্য সহজ ছিল না।'

আকিদুল ইসলাম: অস্ট্রেলিয়া প্রবাসী লেখক, সাংবাদিক

Comments

The Daily Star  | English

'State intelligence agency' is attempting to form political party, Rizvi alleges

Doubts are growing as to whether there are subtle efforts within the government to weaken and break the BNP, he also said

3h ago