রোলস-রয়েস থেকে বঙ্গবন্ধুর শেভ্রোলেট, কী নেই গাড়ির জাদুঘরে!
১৯৭৭ থেকে শুরু করে পুরোনো গাড়ি সংগ্রাহক মাহমুদুল ফারুক এ পর্যন্ত বিভিন্ন যুগের ৬০টির বেশি ক্লাসিক গাড়ি, বিভিন্ন ধরনের মোটরবাইক এবং একটি ছোট বিমান সংগ্রহ করেছেন।
তার বিস্ময়কর সংগ্রহের সবচেয়ে আকর্ষণীয় দিক হল এই অ্যান্টিক গাড়িগুলোর প্রত্যেকটির নিজস্ব গল্প আছে।
আজকের ইনসাইড বাংলাদেশে থাকছে মাহমুদুল ফারুকের ভিনটেজ গাড়ির বিশাল সংগ্রহের গল্প।
Comments