ধারাভাষ্যে অভিষেক তামিমের
বিপিএলে তার দল মিনিস্টার ঢাকা প্লে অফে উঠতে পারেনি, তামিম ইকবাল আপাতত তাই বনে গেছেন দর্শক। তবে নিখাদ দর্শক না থেকে বিপিএলে একটি নতুন ভূমিকায় যুক্ত থাকলেন তিনি। প্রথমবারের মতো ধারাভাষ্য করতে দেখা গেছে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ককে।
সোমবার এলিমিনেটরে খুলনা টাইগার্স- চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ম্যাচে ধারাভাষ্য দিতে আসেন তামিম। চট্টগ্রামের বিপক্ষে ১৯০ রান তাড়ায় যখন খুলনা ব্যাট করছিল তখন ধারাভাষ্যে এডওয়ার্ডস রেইসফোর্ডের সঙ্গে যোগ দেন তামিম। পরে আতাহার আলি খানের সঙ্গেও ধারাভাষ্য দিতে দেখা যায় তাকে।
ধারাভাষ্য দিয়ে বেরিয়ে যাওয়ার সময় তামিম আসেন প্রেসবক্সে। সেখানে গণমাধ্যমের সঙ্গে আলাপে জানান পাকিস্তান সিরিজেও ধারাভাষ্য দেওয়ার কথা ছিল তার, 'পাকিস্তান সিরিজের আমাকে ধারাভাষ্য দিতে প্রস্তাব করা হয়েছিল। তখন সময় দিতে পারিনি। আজ এমনিতে বিসিবিতে এসেছিলাম একটা সভা ছিল। তারা বললেন একটু ধারাভাষ্যে আসতে। ভাবলাম চেষ্টা করে দেখি। প্রথমবার ধারাভাষ্য দিয়ে খুব ভাল লাগল।'
'আপাতত ধারাভাষ্য নিয়ে কোন পরিকল্পনা নেই। তবে এটা নিয়ে আগামীর জন্যে এটা খুব ভালো একটা অপশন হতে পারে।'
এবার বিপিএলে ৯ ম্যাচে ৫৮.১৪ গড় আর ১৩২.৫৭ স্ট্রাইকরেটে তামিম করেছেন এখন পর্যন্ত সর্বোচ্চ ৪০৭ রান। তার ব্যাট থেকে আসে একটি সেঞ্চুরিও। তবে তামিমের দল উঠতে পারেনি প্লে অফ রাউন্ডে। ছয় দলের মধ্যে পঞ্চম হয়ে আসর শেষ করে মিনিস্টার ঢাকা। দল পারফর্ম করায় নিজের রানের মূল্য তামিমও দেখছেন না, '১৩-১৪ বছর ক্রিকেট খেলে ফেলার পর আসলে ব্যক্তিগত সাফল্য ম্যাটার করে না। আমি যা রান করেছি তার অর্ধেক করেও যদি দল প্লে অফে খেলত তাহলে সেটা ভাল হতো।'
২০২০ সাল থেকেই বাংলাদেশের হয়ে আর টি-টোয়েন্টি খেলেন না তামিম। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেও নিজেকে সরিয়ে নেন। এবার বিপিএল চলাকালীন জানান, আরও অন্তত ৬ মাস টি-টোয়েন্টি নিয়ে কোন কিছু ভাববেন না তিনি।
''
Comments