সর্বোচ্চ ২২.২৪ শতাংশ জিপিএ-৫ রাজশাহী বোর্ডে, সর্বনিম্ন ৩.৮৭ কারিগরিতে

পরীক্ষার ফল পেয়ে আনন্দে মেতেছেন রাজউক উত্তরা মডেল কলেজের শিক্ষার্থীরা। ছবি: প্রবীর দাশ/ স্টার

এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২১ এর ফলাফল প্রকাশ করা হয়েছে আজ রোববার। পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন মোট ১ লাখ ৮৯ হাজার ১৬৯ জন শিক্ষার্থী।

আজ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করে ফলাফল ঘোষণা করা হয়। প্রধানমন্ত্রীর পক্ষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ফলাফল ঘোষণা করেন।

তিনি জানান, এ বছর মোট ১৪ লাখ ৩ হাজার ২৪৪ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করলেও পরীক্ষায় অংশ নেয় ১৩ লাখ ৭১ হাজার ৬৮১ জন। তাদের মধ্যে পাস করেছে ১৩ লাখ ৬ হাজার ৭১৮ জন। পাসের হার ৯৫ দশমিক ২৬ শতাংশ।

পরীক্ষার বোর্ডভিত্তিক ফলাফল থেকে জানা যায়, ঢাকা শিক্ষা বোর্ডে ১৯ দশমিক ১০, রাজশাহীতে ২২ দশমিক ২৪, কুমিল্লায় ১২ দশমিক ৩৫, যশোরে ১৬ দশমিক ২৯, চট্টগ্রামে ১৩ দশমিক ৭৭ শতাংশ, বরিশালে ১৪ দশমিক ৯৩, সিলেটে ৭ দশমিক ১০, দিনাজপুরে ১৩ দশমিক ৫৮ এবং ময়মনসিংহে ১১ দশমিক ১১ শতাংশ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

এ ছাড়াও, মাদরাসা শিক্ষা বোর্ডে ৪ দশমিক ৫৭ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৩ দশমিক ৮৭ শতাংশ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

সংখ্যার হিসাবে ঢাকা শিক্ষা বোর্ডে ৫৯ হাজার ২৩৩ জন, রাজশাহীতে ৩২ হাজার ৮০০ জন, কুমিল্লায় ১৪ হাজার ১৫৩ জন, যশোরে ২০ হাজার ৮৭৮ জন, চট্টগ্রামে ১৩ হাজার ৭২০ জন, বরিশালে ৯ হাজার ৯৭১ জন, সিলেটে ৪ হাজার ৭৩১ জন, দিনাজপুরে ১৫ হাজার ৩৪৯ জন, ময়মনসিংহে ৭ হাজার ৬৮৭ জন, মাদরাসা শিক্ষা বোর্ডে ৪ হাজার ৮৭২ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৫ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

সারা দেশের মোট ৯ হাজার ১১১টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবারের পরীক্ষায় অংশ নেয় শিক্ষার্থীরা। এর মধ্যে ১০০ ভাগ পাস করেছে ১ হাজার ৯৩৪টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

এ ছাড়াও, চট্টগ্রাম ও দিনাজপুরে ২টি করে এবং ময়মনসিংহের একটি শিক্ষাপ্রতিষ্ঠানসহ মোট ৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই কৃতকার্য হতে পারেনি।

Comments

The Daily Star  | English

Build national unity, prevent division among people

The BNP yesterday shared its concerns over recent violence in Dhaka and Chattogram with Chief Adviser Professor Muhammad Yunus, calling for national unity to tackle such challenges.

34m ago