সাকিবের মতে ‘ভয়ডরহীন’ মুনিম এবার বিপিএলের ‘প্রাপ্তি’

Munim Shahriar
২৮ বলে ৫১ রানের পথে মুনিম শাহরিয়ার। ছবি: ফিরোজ আহমেদ

এবার বিপিএল দিয়েই দেশের ক্রিকেটে মুনিম শাহরিয়ার আলোয় এসেছেন, এমনটা নয়। তার আগে ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে দেখিয়েছিলেন নিজের ঝলক। তবে সেই পারফরম্যান্স বিপিএলে টেনে নিয়ে আসার একটা চ্যালেঞ্জ ছিল, মুনিম সেটা করতে পেরেছেন ঠিকঠাক। ফরচুন বরিশালে তার অধিনায়ক সাকিব আল হাসান মুনিমের মাঝে দেখতে পাচ্ছেন উজ্জ্বল আগামী। 

আবাহনীর হয়ে সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে ১৪৩.১৪ স্ট্রাইক রেটে লিগে করেছিলেন ৩৫৫ রান। এমন পারফম্যান্সের পরও বিপিএলের ড্রাফটে কোন দলই নেয়নি তাকে! ড্রাফটের পর বরিশালে দল পান। 

তবে ম্যাচ পেতে অপেক্ষা করতে হয় অনেক। প্রথম দুই ম্যাচ করোনায় আক্রান্তও হওয়ায় ছিলেন না। সেরে উঠে দলের সঙ্গে যোগ দিয়েও পরে বেঞ্চে পার করতে হয় দুই ম্যাচ। প্রথম সুযোগে ব্যর্থ হওয়ার পর আবার বাদ। পরে ফেরার পর থেকেই দেখাচ্ছেন ঝলক।

ওপেন করতে নেমে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সঙ্গে ২৫ বলে ৪৫, সিলেট সানরাইজার্সকে গুঁড়িয়ে ২৮ বলে ৫১, মিনিস্টার ঢাকার বিপক্ষে রান তাড়ায় ২৫ বলে গুরুত্বপূর্ণ ৩৭ রান করেছেন। সবচেয়ে বড় কথা সবগুলো ম্যাচেই ক্রিস গেইলকে ছাপিয়ে ঝড় তুলার কাজটা করেছেন তিনি। যেকোনো বোলারকে খেলতে সংশয়ে ভুগেননি। টি-টোয়েন্টিত চাহিদা অনুযায়ী সাহস নিয়ে খেলতে দেখা গেছে ময়মনসিংহের ২৩ পেরুনো তরুণকে। 

টি-টোয়েন্টির টপ অর্ডার নিয়ে অনেকদিন ধরেই চিন্তা বাংলাদেশের। ছোট ছোট ইনিংসে মুনিম এরমাঝেই দেখাচ্ছেন সমাধানের পথ। শুক্রবার ম্যাচ সাকিব জানালেন এবারের বিপিএলের বড় প্রাপ্তি মুনিম,  'বাংলাদেশের জন্য যা প্রয়োজন, সেই সব সম্ভাবনাই তার আছে। খুব পরিষ্কার বল হিট করে, ভয়ডরহীন ক্রিকেটার। আমাদের নিশ্চিত করতে হবে যেন ওর যত্ন খুব ভালোভাবে নিতে পারি। আমার মনে হয়, এবারের বিপিএলের প্রাপ্তি সে।'
 

Comments

The Daily Star  | English

Grim discovery: Five bodies found on vessel in Meghna, 2 more die later

The incident had occurred on the Meghna river under Chandpur Sadar upazila in an area adjacent to Shariatpur

2h ago