সাগর-রুনি হত্যার তদন্তই শেষ হয়নি: বিচার হবে কবে?
সাগর-রুনি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সময় চেয়েছিলেন '৪৮ ঘণ্টা'। পার হয়ে গেছে ৮৭ হাজার ৬৬০ ঘণ্টা। গত ১০ বছরে উদঘাটন করা যায়নি সাগর-রুনি হত্যাকাণ্ডের কারণ অথবা কারা জড়িত ছিল। এর মধ্যে ৮৫ বারের মতো পিছিয়েছে সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ। আদালত আগামী ২৩ ফেব্রুয়ারি এই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নতুন তারিখ ধার্য করেছেন।
পরিবারের অভিযোগ বিচার না পাওয়ার পেছনে হয়তো দুটি কারণ কাজ করেছে- হয় তদন্তকারী সংস্থা ব্যর্থ হয়েছে, না হয় এই ঘটনার সঙ্গে এমন কোনো প্রভাবশালী ব্যক্তি জড়িত যা তদন্তকারীরা উদঘাটন করতে চান না।
এক দশকেও কেন উদঘাটন করা গেল না এই হত্যাকাণ্ডের রহস্য? এ বিষয়ে কী বলছে সাগর-রুনির পরিবার, দেখুন স্টার স্পেশালে।
Comments